• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ‘নিজেকে ঈশ্বর ভাবেন গার্দিওলা’

    ‘নিজেকে ঈশ্বর ভাবেন গার্দিওলা’    

    পেপ গার্দিওলা এবং ইয়াইয়া তোরের এজেন্ট দিমিত্রি সেলুকের কথার লড়াইটা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিছুদিন আগে সেলুক বলেছিলেন গার্দিওলা নিজেকে ‘রাজা’ ভাবছেন। এবার ম্যানচেস্টার সিটির কোচকে আরেকটু খোঁচা দিলেন সেলুক, বললেন গার্দিওলা নিজেকে ঈশ্বর ভাবা শুরু করেছে। সিটির খেলোয়াড়দের পেপ কুকুরের সমতুল্য ভাবেন- এমন মন্তব্য করছেন সেলুক।

     

    বিবিসি ওয়ার্ল্ড ফুটবল পোডকাস্টকে দেয়া এক সাক্ষাৎকারে পেপকে 'স্বার্থপর' বলছেন তোরের এজেন্ট, “পেপ শুধু নিজের ব্যাপারে ভাবেন। তিনি নিজেকে ঈশ্বর ভাবা শুরু করেছেন। বার্সেলোনাতে তিনি অনেক ট্রফি জিতেছেন, কিন্তু তোরেও বার্সার হয়ে একই ট্রফি জিতেছিল। তিনি ভাবছেন, ক্যারিয়ারে সবকিছুই জিতেছেন বলে যা খুশি তাই করতে পারবেন।”

     

     

    খেলোয়াড়দের সাথে গার্দিওলার ব্যবহার নিয়েও অখুশি সেলুক, “ক্লাবে অনেক অদ্ভুত ব্যাপার ঘটছে। তোরে, জো হার্ট একসাথে অনেক বছর ধরে খেলছেন, কোম্পানিও অনেক বছর ধরে খেলছেন তাদের সাথে। হুট করে নতুন কোচ আসলেন এবং তাঁদেরকে একরকম কুকুর জ্ঞান করে বের করে দিলেন!”

     

    এর আগে সেলুককে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছিলেন গার্দিওলা। কিন্তু ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টো গার্দিওলার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতে থাকেন সেলুক।