• সিরি আ
  • " />

     

    জন্মদিনের আগে টট্টির "উপহার"

    জন্মদিনের আগে টট্টির "উপহার"    

    ক্যারিয়ারের শুরুটা যেখানে করেছিলেন, এখনো সেখানেই আছেন। টাকার হাতছানি, ট্রফি জয়ের নেশা কোনকিছুই তাঁকে রোমা থেকে দূরে ঠেলে দিতে পারেনি। আগামীকাল ৪০শে পা দিচ্ছেন ১৯৯২ সাল থেকে রোমাতে খেলা ফ্রান্সেসকো টট্টি। জন্মদিনের দুইদিন আগে সিরি আতে নিজের ২৫০তম গোল করলেন এই ফরওয়ার্ড। যদিও তুরিনোর সাথে ম্যাচটিতে  ৩-১ গোলে হেরেছে তাঁর দল।

    ছিলেন না প্রথম একাদশে। দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নেমেই ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন টট্টি। সিরি-আর ইতিহাসে তিনি দ্বিতীয় ফুটবলার হিসাবে ২৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন।
    টট্টির সামনে আছেন শুধুমাত্র কিংবদন্তি স্ট্রাইকার সিলভিও পিওলা। ১৯৫৪ সালে তিনি ২৭৪ গোলের রেকর্ড করেন, যা এখনো টিকে আছে। মাত্র ২৪ গোল দূরে আছেন, এখনো বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন। টট্টি কি পারবেন অবসরের আগে রেকর্ডটি নিজের করে নিতে?