• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সাকিবের নতুন ঠিকানা ঢাকা, দল বদলাচ্ছেন মুশফিক-মাহমুদউল্লাহ

    সাকিবের নতুন ঠিকানা ঢাকা, দল বদলাচ্ছেন মুশফিক-মাহমুদউল্লাহ    

    আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসরের নিলাম। তবে তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত হয়ে গেল আইকন ক্রিকেটারদের নাম। আগের বার রংপুর রাইডার্সে খেললেও এবার সাকিব আল হাসানের নতুন ঠিকানা হচ্ছে ঢাকা ডায়নামাইটস। তামিম ইকবাল আছেন চট্টগ্রাম ভাইকিংসে, মাশরাফি বিন মুর্তজা আছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসেই। তবে ঠিকানা বদলাচ্ছেন মুশফিকুর রহিম, বাংলাদেশ ব্যাটসম্যানের নতুন ঠিকানা এবার বরিশাল বুলস। মাহমুদউল্লাহ আগের বার বরিশালে থাকলেও এবার যাচ্ছেন নতুন ফ্র্যাঞ্চাইজি খুলনায়। আরেক নতুন দল রাজশাহীতে আছেন সাব্বির রহমান, আর রংপুর রাইডার্সের আইকন সৌম্য সরকার। আগের বার নাসির হোসেন ঢাকার আইকন থাকলেও এবার তিনি আইকনের পরিবর্তে আছেন এ প্লাস ক্যাটাগরিতে। 


    জানা যাচ্ছে, সাকিবকে কিনতে সবচেয়ে বেশি  ৫৫ লাখ টাকা খরচ করেছে ঢাকা। তামিম, মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাহর জন্য খরচ হয়েছে ৫০ লাখ করে। সাব্বির ও সৌম্যর দাম ধরা হয়েছে ৪০ লাখ। বিদেশী খেলোয়াড়েরা কে কোথায় যাচ্ছেন সেটি এখনো চূড়ান্তভাবে জানা যায়নি। ড্যারেন স্যামি ও মোহাম্মদ সামি রাজশাহীতে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। ক্রিস গেইলের নতুন ঠিকানা হওয়ার কথা চট্টগ্রাম।