পেসারদের জন্য সতর্কবার্তা
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। স্বাভাবিকভাবেই অনেকের মাথায় এ চিন্তাটাই প্রথমে আসবে যে, বোলাররা, বিশেষ করে পেসাররা যথেষ্ট সুবিধা পাবেন উইকেট থেকে। পেস ও বাউন্সের ঝলকানিতে হতভম্ব করে দেবেন ব্যাটসম্যানদের। তবে পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের চিন্তাটা একটু আলাদা।
ওয়াসিমের মতে, পেসারদের অত্যুত্তেজিত হওয়াটা ঠিক হবে না মোটেই। উইকেটে বাউন্স আছে বলেই ঘন-ঘন শর্ট বল করাটাও কোন কাজের কথা নয়। বোলারদের বেশি বেশি ‘শর্ট অব লেংথ ডেলিভারি’ এবং গতির বিভিন্নতা নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।
উপমহাদেশীয় পেসারদের জন্য ‘ওশেনিয়ান কন্ডিশন’-এ ভালো বোলিং করাটা বড় রকমের চ্যালেঞ্জ বলেই মনে করেন ওয়াসিম। তাঁর দেখিয়ে দেয়া টোটকাটা হল দৌড়ানো এবং ফিট থাকা। বিশেষ করে ফিট থাকার উপরে গুরুত্তারোপ করে ওয়াসিম পরামর্শ দিয়েছেন ম্যাচের অবস্থা বুঝে বোলিং করার। আর এটাই একজন পেস বোলারের জন্য সবচেয়ে দরকার বলে জানান একসময়ের ভয়ঙ্কর এ পেসার।