যে কারণে সাক্ষাৎকারে "অনীহা" কস্তার
সাংবাদিকদের সাথে সম্পর্ক খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়। ইংলিশ প্রচারমাধ্যমের সঙ্গে সম্পর্কটা মধুরের চেয়ে বেশি অম্লই। সাংবাদিকদের অনেকেই হয়তো ভেবেছিলেন, নিশ্চয়ই তাদের প্রতি একটা বিদ্বেষ আছে চেলসি ফরোয়ার্ড ডিয়েগো কস্তার, সাংবাদিকরা হয়ত এরকম কিছুই ভেবেছিলেন এতদিন। কিন্তু গতকাল ম্যাচশেষে এডেন হ্যাজার্ডের নেয়া সাক্ষাৎকারটি দেখে তারা বুঝে গেছেন কস্তা ‘এক কথায় জবাব’ নীতিতেই হয়ত বিশ্বাসী!
গতকাল হাল সিটির সাথে ২-০ গোলে জয়ের পর চেলসি টিভির হয়ে মাইক হাতে নিজেই সাংবাদিক বনে যান হ্যাজার্ড। প্রথমেই সাক্ষাৎকার নেন ব্রাজিলের উইলিয়ানের। দুজনের কথাবার্তা শেষ হলে মাইকের সামনে আসেন কস্তা। ৬৭ মিনিটে করা তাঁর গোলের ব্যাপারে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, “বুঝতে পারিনি!” এরপর গোলের ব্যাপারটা মনে করিয়ে দিলে হাসিতে ফেটে পড়েন তিনি। উত্তরের চেয়ে উদ্ভট আওয়াজই বেশি করেছেন চেলসি স্ট্রাইকার।
বাইরের কথার চেয়ে মাঠের ফর্ম বেশি কথা বললে খুব একটা সমস্যা হওয়ার কথা না চেলসির জন্য!