মরিনহোর ইউনাইটেডের প্রথম ড্র
টানা দুই ম্যাচ জিতে একটু স্বস্তি খুঁজে পেয়েছিলেন হোসে মরিনহো। কিন্তু স্টোক সিটির সঙ্গে ম্যাচেই আবার হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড, ড্র করেছে ১-১ গোলে। ৩৬ বছর পর নিজেদের মাঠে স্টোক সিটির সঙ্গে ড্র করল , মরিনহোর অধীনেও এই প্রথম পয়েন্ট ভাগাভাগি করল ইউনাইটেড।
মরিনহো শুধু পয়েন্ট হারানোয় নয়, হতাশ হতে পারেন আরও একটা কারণে। যে সুযোগগুলো ইব্রারা পেয়েছিলেন সেগুলো কয়েকটা কাজে লাগাতে পারলেও ম্যাচের ফল অন্যরকম হতে পারত। গোলরক্ষককে ফাঁকায় পেয়েও গোল করতে পারেননি ইব্রা, পগবা। এর মধ্যে স্টোক সিটি গোলরক্ষক আবার দুর্দান্ত কিছু সেভ করেছেন। পগবা শেষ পর্যন্ত গোল পেয়ে যাবেন বলেই মনে হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তাঁর শট ফিরে আসে পোস্টে লেগে।
তার আগেই ম্যাচে ১-১ গোলে সমতা হয়ে গেছে। ৬৭ মিনিটে বদলি নেমে অ্যান্থনি মার্শিয়ালই এগিয়ে দিয়েছেন ইউনাইটেডকে। ইউরোপা লিগের ম্যাচে ঠিক না বুঝেই গোল করিয়ে ফেলেছিলেন, রুনি, আজও স্টোক সিটির সঙ্গে না বুঝেই মার্শিয়ালের গোলে অবদান রেখে ফেললেন। তাঁর পা থেকে স্টোকের এক ডিফেন্ডারের পায়ে লেগেই বলটা চলে যায় মার্শিয়ালের কাছে, ডান পায়ের দারুণ এক শটে গোল করেছে ফ্রেঞ্চ উইঙ্গার।
কিন্তু পুরো ম্যাচে দারুণ কিছু সেভ করা ডি গিয়ার ভুলেই শেষ পর্যন্ত ৮২ মিনিটে এগিয়ে গেছে স্টোক। ডি গিয়া ঠিকমতো বল ক্লিয়ার করিতে না পারায় সেটি এসে জো অ্যালেনের পায়ে। ফাঁকায় পেয়ে গোল মিস করেননি ওয়েলশ মিডফিল্ডার। শেষ পর্যন্ত চেষ্টা করেও ইউনাইটেড আর গোল শোধ করতে পারেননি।