অবশেষে ফিরলেন "বোলার" আশরাফুল
ঢাকা মেট্রোর হয়ে প্রথম ম্যাচেই ফিরেছিলেন নিষেধাজ্ঞা কাটিয়ে। কিন্তু আবহাওয়ার চোখরাঙানিতে শেষ পর্যন্ত ওই ম্যাচে খেলাই হয়েছে ১৫ ওভার। মোহাম্মদ আশরাফুলকে তাই একরকম দর্শক হয়েই থাকতে হয়েছিল। শেষ পর্যন্ত আজ সেই অপেক্ষার অবসান ঘটল, জাতীয় লিগে আবার ফিরলেন বাংলাদেশ দলের সাবেক এই ব্যাটসম্যান। তবে শুরুটা ব্যাটিং নয়, বোলিং দিয়েই মনে রাখবেন। প্রথম দিনেই যে তিন উইকেট পেয়ে গেছেন!
বরিশালের বিপক্ষে ঢাকাকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন মাত্রই অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আরাফাত সানি। তবে আশরাফুলের আঘাত হানতে বেশি সময় লাগেনি, ফজল মাহমুদকে ক্যাচ বানিয়েছেন শামসুর রহমানের। তবে আশরাফুল বেশি মনে রাখবেন পরের উইকেটটি। বড় ইনিংসের পথে ছিলেন বরিশালের শাহরিয়ার নাফীস, ৪৮ রান করেও ফেলেছিলেন। কিন্তু পরে এলবিডব্লু হয়ে যান আশরাফুলের স্পিনে। পরে আবু সায়েম ও সোহাগ গাজীর দারুণ ব্যাটিংইয়ে পথ পেয়েছে বরিশাল। দুজন মিলে চতুর্থ উইকেটে যোগ করেছেন ১৩৯ রান। সায়েম ৯৮ রান করে আউট হয়ে গেছেন, তবে সোহাগ ৮৭ রানে সেঞ্চুরির অপেক্ষায়। দিনের শেষভাগে আবার আঘাত হেনেছেন আশরাফুল, শাহীন হোসেনকে ফিরিয়ে দিয়েছেন ৪ রানে। বরিশাল প্রথম দিন শেষে ৬ উইকেটে করেছে ৩০১ রান।