"অপয়া সাতে" থামলেন গার্দিওলা
টটেনহ্যামের কাছে ২-০ গোলে হেরে প্রিমিয়ার লিগে সাত ম্যাচ পর এসে প্রথম হারের মুখ দেখলেন গার্দিওলা। এই হারের পর প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় মাত্র এক পয়েন্ট লিড নিয়ে প্রথম স্থানে আছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানটি একমাত্র দল হিসেবে এবারের প্রিমিয়ার লিগে এখনও অপরাজিত থাকা স্পার্সের দখলে।
হোয়াইট হার্ট লেনে ম্যাচের প্রথম থেকেই চাপে পড়ে যায় ম্যানসিটি। মাত্র ৯ মিনিটেই কোলারোভের আত্মঘাতী গোল ম্যাচে এগিয়ে দেয় স্পার্সকে। টটেনহ্যাম লেফটব্যাক ড্যানি রোজের ক্রস কোলারোভের পায়ে লেগে জড়ায় ব্রাভোর জালে। এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরে আসার চেষ্টা চালায় সিটি। তবে স্পার্স ডিফেন্ডারদের কড়া মার্কিং তেমন সুবিধা করতে দেয়নি সিটিজেনদের।
উল্টো দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ড্যালে অ্যালে। স্পার্সের আগের দুই ম্যাচের মতো এদিনও উজ্জ্বল ছিলেন হিউং মিন সন। সাউথ কোরিয়ান এই উইঙ্গারই ছিলেন টটেনহ্যামের দ্বিতীয় গোলের উৎস।
প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলেই। প্রিমিয়ার লিগে প্রথম ৪৫ মিনিটের খেলায় দুই বা তার বেশি গোলে পিছিয়ে থেকে কখনোই ম্যাচে জয়ের মুখ দেখেনি ম্যানসিটি। গার্দিওলার অধীনেও সেই রেকর্ডই বজায় থাকল! ৬৫ মিনিটে এরিক লামেলা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে আরও বড় ব্যবধানে হারতে পারত ম্যানচেস্টার সিটি।
পুরো ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়েই মারুসিও পচেত্তিনোর দলের কাছে অসহায়ই মনে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। অন্যদিকে টটেনহ্যাম তাদের নিজেদের সেরাটা দিয়েই গার্দিওলার দলের বিপক্ষে সহজ এক জয় ছিনিয়ে নিয়েছে।