আবার ইতালিতে ফিরতে চান বালোতেল্লি
শেষবার জাতীয় দলের জার্সি গায়ে তাঁকে দেখা গেছে গত বিশ্বকাপের সময়। এরপর থেকেই সময়টা ভালো যাচ্ছে না মারিও বালোতেল্লির। না আন্তর্জাতিক, না ক্লাব ফুটবলে। চলতি মৌসুমে ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন ফরাসি ক্লাব নিসে। সেখানে শুরুটা দারুণ করেছেন, তবে সেটা যথেষ্ট হয় নি বিশ্বকাপ বাছাইপর্বের ইতালি দলে ডাক পেতে। অবশ্য বালোতেল্লি এখনই আশা ছেড়ে দিচ্ছেন না, বলছেন একদিন স্বরুপেই ফিরবেন জাতীয় দলের হয়ে।
পুরোনো ক্লাব লিভারপুল গলায় ‘বিক্রির জন্য’ সাইনবোর্ডটা ঝুলিয়ে দিয়েছিল আগেই। গত মৌসুমে ধারে ছিলেন এসি মিলানে। এবার নিসে যোগ দিয়ে কিছুটা হলেও যেন পুরোনো রূপটা ফিরে পাচ্ছেন। দলে সুযোগ না পাওয়ায় হতাশ হলেও কোচের সিদ্ধান্তকে সম্মান করছেন বালোতেল্লি, “আমাকে না নেয়ার সিদ্ধান্তটা ঠিকই আছে, এই মুহুর্তে আমি আসলে এমন সুযোগ পাওয়ার উপযুক্ত নই। যখন ফিরব, নিজের সেরা রূপেই ফিরতে চাই।”
সাবেক ক্লাব লিভারপুল ছেড়ে আসার মুহূর্তটা তাঁর জন্য খুব একটা সম্মানজনক ছিল না। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ নাকি তাঁকে চিনতেনই না, “ক্লপ আমাকে চেনেন না। তাঁর সাথে মাত্র একবার কথা হয়েছিল। তখন তিনি আমাকে বলেছিলেন অন্য কোথাও যেতে, কঠিন পরিশ্রম করে আবারো ফিরে আসতে। এজন্যই তাঁকে বিদায় বলে দিয়েছিলাম। এরপর আমাদের আর দেখা হয়নি।”
তবে কারও প্রতি কোনো খেদ নেই ইতালির এই ফরোয়ার্ডের, “এখানে কারও দোষ ছিল না। তাছাড়া সবকিছু আসলে আমার অনুকূলেও ছিল না। আমার খেলা, ব্যবহারে কোনো ভুল করিনি। আমি শুধু ইনজুরিতে পড়েছিলাম, এটায় তো আমার হাত নেই!”
এসি মিলানের পরিবেশের সাথে ঠিক খাপ খাওয়াতে পারছিলেন না বালোতেল্লি, “সেখানে একজন মানুষই দারুণ ছিলেন, ক্লাব প্রধান আদ্রিয়ানো জাল্লিয়ানি। বাকি সবকিছুই একটু কেমন যেন...”
নতুন ক্লাবে অবশ্য বেশ স্বাছন্দ্যেই আছেন, “আমি নিসের আবহাওয়া দেখে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। চমৎকার, নির্ভার একটা পরিবেশ চাচ্ছিলাম। এখানে দারুণ প্রতিভাবান কিছু খেলয়াড় আছে, এখানে আসার পিছনে সেটাও একটা কারণ ছিল।”.