• " />

     

    "ভারতের মন্তব্য অপরিপক্ব ও আক্রমণাত্মক"

    "ভারতের মন্তব্য অপরিপক্ব ও আক্রমণাত্মক"    

    সীমান্তে স্নায়ুযুদ্ধের প্রভাব যেন খেলার মাঠে না পড়ে সেই প্রত্যাশাই ছিল পুরো পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের। কিন্তু শেষ পর্যন্ত তাদের আশায় গুঁড়েবালি। কাশ্মীরের ঘটনা দুই দেশের ক্রিকেট-দেয়ালেও ভালোই ফাটল ধরিয়েছে। কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, ভারত-পাকিস্তানকে যেন আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির একই গ্রুপে না রাখা হয় সেই ব্যাপারে আইসিসিকে অনুরোধ করা হবে। তাঁর এই মন্তব্যের জের ধরেই এবার মুখ খুললেন সাবেক আইসিসি প্রেসিডেন্ট এহসান মানি। অনুরাগের মন্তব্যের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শক্ত অবস্থান নেয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন।

    আগামী সপ্তাহে হতে যাওয়া কেপটাউনে আইসিসির নির্বাহী সদস্যদের বৈঠকে পাকিস্তানের উচিত হবে অনুরাগের বক্তব্যের বিরুদ্দে সোচ্চার হওয়া, এমনটাই মনে করছেন মানি, “ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির অপরিপক্ক এবং আক্রমণাত্মক বক্তব্য পাকিস্তানকে এই ব্যাপারে কথা বলার সুযোগ করে দিয়েছে। অনুরাগ ঠাকুর একজন রাজনীতিবিদ, সরকারি দলের পার্লামেন্টের সদস্য। তিনি কোন ভিত্তিতে পাকিস্তান এবং অন্যান্য ক্রিকেটীয় ব্যাপারে মন্তব্য করেন, আইসিসির উচিত এই ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করা ।”

    দুই দেশের ক্রিকেটীয় ইস্যুতে কথা বলে আইসিসির নিয়মও ভঙ্গ করেছেন অনুরাগ, দাবি মানির, “আইসিসির উচিত তাকে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা। কারণ আইসিসির সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে কোনো সদস্যই এমন কোনো মন্তব্য করতে পারবেন না যা ক্রিকেটের দুর্নাম ছড়ায়। অনুরাগ সেই কাজটিই করেছেন।”

    পাকিস্তানের সাথে ভারতের না খেলতে চাওয়াটা কিছুতেই মানতে পারছেন না মানি, “ভারত এখন বলছে তারা আমাদের সাথে আইসিসির ইভেন্টের গ্রুপ পর্বে খেলতে চায় না। সত্যি বলতে ভারত-পাকিস্তানের ম্যাচে আইসিসি প্রচুর টাকা আয় করে, আর তিন মোড়লের নিয়ম অনুসারে ভারত সেই আয়ের সিংহভাগই নিয়ে নেয়। তবুও তারা আমাদের সাথে দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক রাখতে চায়না।”

    অনেক বছর ধরেই ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করছে পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা। তবে ভারতের সাম্প্রতিক অবস্থানে হতাশ মানি, “এখন এটা পরিষ্কার,  ভারতের দিক থেকে এই ব্যাপারে নেতিবাচক চিন্তাই দেখা যাচ্ছে। পরিস্থিতিও ঘোলাটে, তাই আইসিসিতে নিজেদের যুক্তি তুলে ধরার এটাই পাকিস্তানের জন্য সেরা সময় ।”

     

    পিসিবির এক কর্মকর্তা থেকে জানা যায়, ২০০৭ সালের পর ভারত-পাকিস্তান সিরিজ না হওয়ায় পাকিস্তানের প্রায় ১০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। পিসিবির সাবের চেয়ারম্যান এবং বর্তমানে আইসিসির নির্বাহী কমিটির সদস্য নাজাম শেঠি লাহোরে সাংবাদিকদের জানান, এই ব্যাপারে ভারতকে জবাব দেয়া হবে, “ আমরা মন্তব্যগুলো পড়েছি। আমরা আইসিসির বৈঠকে এটার শক্ত জবাব দেবো।” পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান অসুস্থ থাকায় সুবহান আহমেদের সাথে আইসিসির আগামী বৈঠকে যোগ দিবেন শেঠি।