• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    "স্লেজিং নিয়ে ছাড় দেওয়া উচিত আম্পায়ারদের"

    "স্লেজিং নিয়ে ছাড় দেওয়া উচিত আম্পায়ারদের"    

    ২২ গজের বাইরেও একটা লড়াই আছে। ‘কথার লড়াইটা’ কখনো মাঠের বাইরে, কখনো বা মাঠের ভিতরে। ‘স্লেজিং’ নিয়ে বিতর্ক অনেক দিন থেকেই চলছে। প্রতিপক্ষকে কটু কথা শুনিয়ে জরিমানা অনেকবারই গুণতে হয়েছে ক্রিকেটারদের। তবে স্লেজিং নিয়ে আম্পায়াররা একটু চটজলদিই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এরকমটাই অবশ্য মনে করেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। তিলকে তাল বানানোই আম্পায়ারদের অভ্যাস হয়ে গেছে বলে ধারণা তাঁর।

    ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের সাথে দুইবার বিতর্কিত ঘটনায় জড়িয়েছিলেন স্টোকস। ২০১৫ সালে গ্রেনাডা টেস্টে স্টোকস আউট হওয়ার পর স্যামুয়েলস তাঁকে উদ্দেশ্য করে স্যালুট জানান। এরপর গত টি- টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তো রীতিমতো তর্কযুদ্ধই শুরু করেছিলেন দুজন। এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান টেম্বা বাভুমাকে স্লেজ করে আম্পায়ারের রোষানলে পড়েছিলেন স্টোকস।

    আম্পায়াররা অল্পতেই বেশি প্রতিক্রিয়া দেখান, বিবিসিকে বলেছেন স্টোকস, “আমরা নিজেদের দেশের হয়ে খেলতে এসেছি। আমাদের একটু ছাড় দিন!” বাংলাদেশ সফরের ইংল্যান্ড দলের সহ অধিনায়ক দাবি করেছেন, অনেক দর্শকও স্লেজিং পছন্দ করে, “তারা ম্যাচ জয়ের প্রবল ইচ্ছা দেখতে চায়। তাই আমার মনে হয় এসব ব্যাপারে আরেকটু ছাড় দেয়াই উচিত।”

    তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবশ্যই সেটাকে বন্ধ করা উচিত বলে স্বীকার করেছেন স্টোকস, “যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন আম্পায়ারদের অবশ্যই সেটা থামানো উচিত। কিন্তু একটা কিছু বলার আগেই তারা খেলোয়াড়দের চুপ থাকার কথা বলতে পারেন না।”