বাংলাদেশে আসার ব্যাপারে অভয় দিচ্ছেন মঈন
নিরাপত্তা শঙ্কার ধুয়া তুলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ইংলিশ ক্রিকেটারদের খেলতে বারণ করেছিল দেশটির পেশাদার ক্রিকেটার অ্যাসোসিয়েশন (পিসিএ)। পঞ্চমবারের মতো বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী অবশ্য মোটেই একমত নন সংগঠনটির সঙ্গে। ২৯ বছর বয়সী মঈন মনে করেন বিপিএলে সুযোগ পেলে অবশ্যই খেলতে আসা উচিৎ ইংলিশ ক্রিকেটারদের।
৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের চতুর্থ আসরে খেলার কথা ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল, রবি বোপারা, টাইমাল মিলস, রিচার্ড গ্লেসন, জশুয়া কোব ও সামিত প্যাটেলদের। কিন্তু দেশটির পেশাদার ক্রিকেটার অ্যাসোসিয়েশনের ধারণা জাতীয় দলের সফরের মতো নিরাপত্তা পাওয়া যাবে না বিপিএলের সময়। সফরটা হয়ে যাবে ঝুঁকিপূর্ণ। সুতরাং সফরে না যাওয়াটাই হবে ইংলিশ খেলোয়াড়দের জন্য যুক্তিযুক্ত। সতর্ক বাণীটা শুনলেও ঘাবড়াচ্ছেন না মঈন আলী, “আমি জানি পিসিএ এ বিষয়ে ইমেইল করেছে। কিন্তু আমাদের খেলোয়াড়দের এখানে না আসার কোনো কারণ দেখছি না।” অনূর্ধ্ব ১৯ দলের হয়ে প্রথম বাংলাদেশে এসেছিলেন মঈন। এর পর প্রিমিয়ার লিগে মোহামেডান, বিপিএলে দুরন্ত রাজশাহীর পর দুই বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলে গিয়েছিলেন। নিরাপত্তা ঝুঁকির ব্যাপারটা মাথায় রেখে মঈন বলেছেন, “নিরাপত্তা ভালো থাকলে এবং খেলোয়াড়রাও খুশি থাকলে তাদের অবশ্যই খেলতে আসা উচিৎ।”
পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ঝুঁকিমুক্ত নয় পৃথিবীর কোনো প্রান্তই। মঈনের কথা সেটাই, “এ ব্যাপারে আমার ভাবনাটা ভিন্ন। আমার মনে হয় আপনি কোথাও নিরাপদ নন এবং যাওয়ার সময় হলে যেতে হবেই।” আগের চারবারের বাংলাদেশ সফরে কাছে থেকে দেখেছেন বাংলাদেশের মানুষদের। নরম পলিমাটির এই জনপদের মানুষদের চিরায়ত আতিথেয়তায় মুগ্ধ ইংলিশ অলরাউন্ডার, “আমি এখানকার মানুষদের জানি। তারা খুবই ভালো এবং দয়ালু। এখানে বরাবরই দারুণ যত্নআত্তি পেয়েছি। আমার এখানে অনেক বন্ধু আছে এবং মনে হয়েছে এখানে আসাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে খেলাটা দারুণ এক অভিজ্ঞতা।”
মঈন আলী অভয় দেয়ার আগেই অবশ্য গ্লস্টারশায়ারের ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল বিপিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। ২৮ বছর বয়সী হাওয়েল খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদদের খুলনা টাইটান্সে। মঈন আলীর অভয় বার্তার পর আশা করা যায় অন্যরাও হাওয়েলের পথ ধরে বাংলাদেশগামী বিমানের আসন সংরক্ষণ করবেন।