নিরাপত্তার মহড়ায় "মর্মাহত" বাটলার
ক্রিকেট নয়, ইংল্যান্ডের বাংলাদেশ সফরে এখন পর্যন্ত বেশি কথা হয়েছে নিরাপত্তা নিয়ে। বাংলাদেশ সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার পরই ইংল্যান্ডকে সবুজ সংকেত দিয়েছেন ইসিবির নিরাপত্তা বিভাগের প্রধান রেগ ডিকাসন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আজ মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সেনাবাহিনীর অভিজাত প্যারা কমান্ডো বাহিনীর অংশগ্রহণে হয়ে গেছে শ্বাসরুদ্ধকর মহড়া। সেটা চাক্ষুষ না দেখলেও টেলিভিশনে দেখেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আর তাতেই একটু মন খারাপ হয়ে গেছে ২৬ বছর বয়সী ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যানের।
ইংল্যান্ড সফরের আগেই নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছিল বিসিবি। গত শুক্রবার জস বাটলারের দল ঢাকায় এলে সর্বোচ্চ নিরাপত্তা দিতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীকে। এর অংশ হিসেবেই আজ সেনাবাহিনীর মহড়া দেখা গেল মিরপুরে। মহড়ায় শোনা গেছে গুলির শব্দ, আকাশ কাঁপিয়ে উড়েছে হেলিকপ্টারও। মহড়ার অংশ হিসেবে প্যারা কমান্ডো বাহিনীকে দেখা গেছে জিম্মি উদ্ধারে অংশ নিতে। এসব দেখে-শুনে নিরাপত্তা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেছেন ইংল্যান্ড অধিনায়ক, “নিরাপত্তাটা ছিল খুবই চোখে পড়ার মতো। আমি আসলে বিষয়টা টেলিভিশনে দেখেছি এবং ছবিও দেখেছি।” আঁটোসাটো এই কঠোর নিরাপত্তা দেখে মন খারাপ হয়ে গেছে বাটলারের, “এটা আসলে চোখ খুলে দেয়। এটা এমন কিছু যা আপনি কখনো সত্যি সত্যি ঘটতে দেখতে চাইবেন না। আমাদের জন্য এটা ছিল একটা ধাক্কা। এমন কিছু হতে দেখা দুঃখজনক।”
সফরকারী দলের জন্য এমন নিরাপত্তা উপমহাদেশে নতুন কিছু নয়। যে মহড়া দেখা গেছে তাও ইংল্যান্ড দলের সিরিজ নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থেই। সেটা ভালো করে জানেন ইংল্যান্ড অধিনায়ক। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে পুরো নম্বর দিলেও স্থানীয় মানুষের ঝঞ্ঝাটের কথা ভুলছেন না তিনি, “সফরে আসার পর সবকিছু ঠিকঠাক হয়েছে। মাঠে যাওয়া ও মাঠ থেকে ফেরার ব্যবস্থাও দারুণ। যদিও আমার মনে হয় এতে স্থানীয় মানুষদের খানিকটা সমস্যা হচ্ছে। আমাদের খেলোয়াড়রা ভালোই মানিয়ে নিয়েছে। আমরা পুরো মনযোগ ক্রিকেটেই দিচ্ছে।”
নিরাপত্তা নিয়ে তো অনেক হলো। আগামীকাল মাঠে খেলা গড়ানোর পর সবার চোখ শুধু ক্রিকেটে থাকলেই জয় হবে খেলাটার।