• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    "নিজেকে অনেক কার্যকরী মনে হচ্ছে"

    "নিজেকে অনেক কার্যকরী মনে হচ্ছে"    

    গত ইউরোর ফাইনালের ঐ চোট অনেকদিন ভুগিয়েছে। মাদ্রিদের হয়ে মৌসুমের প্রথম দিকের ম্যাচগুলোতে মাঠে নামতে পারেননি। পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচটাও মিস করেছেন। তাঁর অনুপস্থিতিতে সেদিন সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল দল। তবে গতকাল দলে ফিরেই করলেন ৪ গোল। রোনালদো ম্যাজিকে অ্যান্ডোরার বিপক্ষে ৬-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ল পর্তুগাল।

    এক ম্যাচে ৪ গোল আগেও করেছেন। তবে ক্লাবের হয়ে ৭ বার এক হালি গোল করলেও জাতীয় দলের হয়ে কালই প্রথম এই কীর্তি করলেন সি-আর সেভেন। এরকম প্রত্যাবর্তনে খুশি এই মাদ্রিদ ফরোয়ার্ড, “ আমি জানি আমি গুরুত্বপূর্ণ, সাথে দলের অন্যরাও। আমি জাতীয় দলের জন্য বরাবরই নিজের সবটুকু দিয়েছি। ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পেরে আমি আনন্দিত, নিজেকে কার্যকরী মনে হচ্ছে!”

    কালকের ম্যাচে প্রথম গোল পাওয়াটাই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে বলেছেন রোনালদো, “ আমরা জানতাম অ্যান্ডোরার বিপক্ষে প্রথম গোলটা গুরুত্বপূর্ণ হবে। এখনো ৮ টা ম্যাচ বাকি, আমরা সবকটিতে জিতেই বিশ্বকাপে যেতে চাই।” ম্যাচের ২য় মিনিটের মাথায়ই দলকে এগিয়ে দেন। এর ২ মিনিট পর আবারো জালে বল জড়ান। ৪৭ এবং ৬৮ মিনিটে আরও দুটি গোল করেন।

    এই ম্যাচে ৪ গোল করায় জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়ালো ৬৫। আগামী সোমবার ফারো আইল্যান্ডের মুখোমুখি হবে ফার্নান্দো সান্তোসের দল। এই ম্যাচেও জয় আশা করছেন কোচ, “আমাদের এখন ফারো আইল্যান্ডের ব্যাপারে ভাবতে হবে। আমাদের এই ম্যাচটা জেতা জরুরী।”

    বি’ গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে সুইজারল্যান্ড। আরেক ম্যাচে লাটভিয়াকে ২-০ গোলে হারিয়েছে ফারো আইল্যান্ড।