এবার ব্যাটসম্যানদের উদ্দেশ্যেও
ওয়াসিম আকরামের কাছ থেকে কাল সতর্কবার্তা এসেছিল পেসারদের উদ্দেশ্যে। এবার এক ব্যাটিং কিংবদন্তি সাবধান করলেন ব্যাটসম্যানদের। ভৌগোলিক কারণে ছন্নছাড়া বাতাস সমৃদ্ধ নিউজিল্যান্ডের স্টেডিয়ামগুলোয় টাইমিংটা মাঝেমধ্যেই গড়বড় হয়ে যেতে পারে বলে মনে করেন শচিন টেন্ডুলকার।
পেস ও বাউন্সের আধিক্যে এমনিতেই ‘ওশেনিয়ান কন্ডিশন’-এ ব্যাটসম্যানদের কাজটা সামান্য কঠিন হয়ে পড়ে। তার উপর বেশিরভাগ স্টেডিয়ামের আকারই যদি গোল না হয়, উপমহাদেশের ব্যাটসম্যানদের জন্য একটু অস্বস্তিকরই বটে। আইসিসির ওয়েবসাইটে লেখা কলামে এ ব্যাপারটাই বিশেষভাবে তুলে ধরেছেন টেন্ডুলকার। উদাহরণ হিসেবে তিনি অস্ট্রেলিয়ার ‘অ্যাডিলেড ওভাল’-এর কথা এনেছেন। নামের প্রতি সুবিচার করেই ডিম্বাকার কিনা কে জানে, উইকেটের সামনে পেছনে অস্বাভাবিক দূরত্বে অবস্থিত এর সীমানা।
৩০ গজ বৃত্তের ভেতরে একজন অতিরিক্ত ফিল্ডারের উপস্থিতি ‘সিঙ্গেল’ নেওয়ার সুযোগ আগের চেয়ে কিছুটা কমিয়ে দিয়েছে বলে ধারণা বিশ্বকাপ ক্রিকেটে সফলতম এ ব্যাটসম্যানের। শচিন টেন্ডুলকার ও ওয়াসিম আকরাম- দুজনের ধারণাই বাস্তবে প্রতিফলিত হলে ব্যাটসম্যান আধিপত্যে একপেশে নয়, ব্যাট-বলের ধুন্ধুমার এক লড়াই অপেক্ষা করছে দুই দিনের দূরত্বে।