"আমরা কোনো ভুল করিনি"
সংবাদ সম্মেলনের শুরুতেই এক ব্রিটিশ সাংবাদিক প্রশ্নটা করলেন। আগের ম্যাচে বাংলাদেশ যা করেছে, মাশরাফি বিন মুর্তজা কি সেটির জন্য অনুতপ্ত?
কথাটা বাংলাদেশ অধিনায়ক সহজভাবে নাও নিতে পারতেন। মিরপুরে জস বাটলারের আউট নিয়ে যেটা হয়েছে, সেটার নিষ্পত্তি তো এর মধ্যেই হয়ে গেছে। বাটলারের ওই আউটের পর বাংলাদেশের খেলোয়াড়েরা যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, সেটার জন্য মাশরাফি ও সাব্বিরকে এর মধ্যেই ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাটলার অবশ্য শুধু তিরস্কার শুনেই পার পেয়ে গেছেন। তবে তিনজনের নামের পাশেই একটি করে ডেমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
কিন্তু মাশরাফি সেই প্রশ্নে বিচলিত হলেন না, বরং সোজা সাপটা ভাষাতেই বললেন, "দেখুন, উইকেট পাওয়ার পর আমরা উদযাপন করছিলাম, ব্যাপারটা আমরা এভাবেই দেখি। এটাকে স্বাভাবিকভাবেই নেওয়া উচিত। সব দলই উইকেট পেলে উদযাপন করে। তবে ম্যাচ রেফারি হয়তো ভেবেছেন আমরা আচরণবিধি লঙ্ঘন করেছি। তবে আমরা কিন্তু ওরকম কিছু করতে চাইনি। " কিন্তু তারপরও মাশরাফিকে বলা হলো, ওই ঘটনার জন্য তিনি দুঃখিত কি না? এবারও মাশরাফি মচকালেন না, "আমার তো মনে হয় না আমরা কোনো ভুল করেছি। আমরা শুধু উদযাপন করেছি। এখানে আসলে দুঃখপ্রকাশের কিছু নেই। যা হয়েছে, সেটা তো ম্যাচ রেফারিই দেখেছেন। আমরা এখনো মনে করি সবাই শুধু উদযাপন করেছিল।"
কিন্তু মাঠের বাইরের এই ধরনের ঘটনা কি বাংলাদেশের মনযোগে একটু চির ধরাচ্ছে? সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই তো একের পর অনাকাঙ্খিত ব্যাপার নিয়ে কথা বলতে হচ্ছে মাশরাফিকে। বাংলাদেশ অধিনায়কের উত্তরটা তাঁর পরিণতবোধেরই পরিচয় দিল, "আমরা এই ১৬ বছরে অনেক কথা শুনেছে। বাংলাদেশের ক্রিকেটারদেরও অনেক কিছু শুনতে হয়েছে। হ্যাঁ, মুহূর্তের উত্তেজনায় অনেক কিছু হয়ে যেতে পারে। এসব নিয়ে আমি বাড়াবাড়ির মানে দেখছি না। সবকিছু স্বাভাবিকভাবেই নিতে হবে। ম্যাচ রেফারি যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছেন। আমরাও মেনে নিয়েছি। এখন আমরা চেষ্টা করব মাঠের কাজটা ঠিকঠাক করতে।" খেলোয়াড়দের ওপরও ঘটনাটা বাড়তি প্রভাব ফেলবে না বলেই দাবি করলেন, "আমরা এসব নিয়ে একদমই ভাবছি না। আমার মনে হয় না ওরাও ভাবছে। আমরা শুধু খেলাতেই মনযোগ দিতে চাই।"
সবকিছুর জবাব নিশ্চয় বাংলাদেশ মাঠেই দিতে চাইবে!