"কারিকুরির" কারণে তোপে হ্যাজার্ড
অযথা সময়ক্ষেপণের জন্য অনেক সময়েই প্রতিপক্ষের সমালোচনার মুখোমুখি হতে হয় ফুটবলারদের। কিন্তু এবার সতীর্থের কাছেই কথা শুনতে হল বেলজিয়ামের ইডেন হ্যাজার্ডকে। বল নিয়ে শুধু শুধু কারিকুরির করার জন্য সতীর্থের ওপরে চটেছেন গোলকিপার থিবো কোর্তোয়া। সেটির জন্য শেষ মুহূর্তে গোল হজম করে ফেলার সম্ভাবনাও ছিল মনে করছেন কোর্তোয়া।
সোমবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জিব্রাল্টারের সাথে ৬-০ ব্যবধানের সহজ জয় পেয়েছে বেলজিয়াম। দলের ষষ্ঠ গোলটি করেন হ্যাজার্ড। জয় নিশ্চিত হওয়ার সুবাদে কিছু পায়ের কারুকার্য দেখাতে চেয়েছিলেন হ্যাজার্ড। আর এতেই রেগে গিয়েছেন কোর্তোয়ার, “আমি হ্যাজার্ডের উপর খুবই রেগে গিয়েছিলাম। সে এমন একটা ব্যাকহিল করেছিল যেটার কোন দরকারই ছিল না।”
ক্লিন শিট রাখাই দলের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন কোর্তোয়ার, “আমি অবশ্যই ক্লিন শিট রাখতে চেয়েছিলাম। আমি সবার উপরেই চড়া গলায় কথা বলেছি। আমাদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।” ওই ম্যাচ থেকে পাওয়া শিক্ষাই সামনে কাজে লাগাতে চান কোর্তোয়া, “ওই ম্যাচে আমাদের খুব সামান্যই পাওয়ার মতো কিছু ছিল। আমরা প্রতিপক্ষকে সম্মান করি। আরও দেড় বছর আছে নিজেদের উন্নতি করার এবং বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার।”