ইচ্ছা করেই কস্তাকে তুলে নেননি কন্তে
খেলা শেষের আগে বদলি করলে ফুটবলারদের মেজাজ হারানোর ঘটনা কম নেই। সেটা নিয়ে কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব মাঝে মাঝে অনেকদূর পর্যন্তই গড়ায়। কিন্তু কাল ঘটল উল্টো ঘটনা। লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ৭০ মিনিটের মাথায় চেলসি স্ট্রাইকার ডিয়েগো কস্তা নিজেই বদলি হওয়ার জন্য কোচকে ইশারা করেছিলেন। কিন্তু আন্তোনিও কন্তে সেই ডাকে সাড়া দেননি।
চারটি হলুদ কার্ডের বোঝা মাথার উপরে। আরেকটি কার্ড দেখলেই মিস করতে হবে ২৩ অক্টোবরের ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে হাই ভোল্টেজ ম্যাচ। এসব কথা ভেবেই শেষ বাঁশি বাজার অনেক আগেই ডাগআউটে ফিরতে চাইছিলেন কস্তা। কিন্তু কোচ তাঁকে খেলিয়েছেন পুরো ৯০ মিনিটই।
কেনো কস্তাকে তুলে নিলেন না কেন, সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিয়েছেন কন্তে, “যদি সম্ভব হয় তাহলে সবসময়ই আমি কস্তাকে পুরো সময় খেলাব। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে মাঠে নিজের প্যাশনটা ছড়িয়ে দেয়, আর এটা ম্যাচের প্রতি মুহূর্তেই দরকার।”
হলুদ কার্ড দেখলে অথবা ইনজুরিতে পড়লে ইউনাইটেডের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতেন কস্তা। কিন্তু তবুও এই ঝুঁকিটা নিয়েছিলেন কন্তে, “আমি জানি আজকে ঝুঁকি নিয়েছি কস্তাকে নিয়ে। সে যদি হলুদ কার্ড দেখত তাহলে পরবর্তী ম্যাচটা খেলতে পারত না। কিন্তু কস্তা দলের জন্য গুরুত্বপূর্ণ। সে পুরোপুরি ফিট আছে, দলের প্রতি মুহূর্তে তাঁকে দরকার। আমি সবসময় খেলোয়াড় বদলির সিদ্ধান্ত নেই, খারাপ ভালো যেটাই হোক সিদ্ধান্তটা আমার।”
ম্যাচের ৭ মিনিটেই গোল করেছিলেন কস্তা। এরপর ইডেন হ্যাজার্ড এবং ভিক্টর মোসেসের গোলে লেস্টার সিটির সাথে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।