• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    খেলনা শুয়োর ছুঁড়ে প্রতিবাদ!

    খেলনা শুয়োর ছুঁড়ে প্রতিবাদ!    

    ক্লাবের কোনো সিদ্ধান্তে নাখোশ? প্রতিবাদ জানানোর কত উপায়ই তো আছে! কিন্তু গত শনিবার ইংলিশ লিগের তৃতীয় বিভাগের চার্লটন অ্যাথলেটিক- কভেন্ট্রি সিটির ম্যাচে দুই দলের ভক্তরা যেভাবে প্রতিবাদ জানালেন তাতে অবাক সবাই। ছোট ছোট খেলনা শুয়োর ছুড়ে দুই ক্লাবের মালিকপক্ষের বিরুদ্ধে নিজেদের হতাশা প্রকাশ করেছেন তারা।

    কভেন্ট্রি মালিক সিসু স্নাব এবং চার্লটন মালিক রোলান্ড ডাশাটেলেটের উপর অনেক আগে থেকেই নারাজ ভক্তরা। বছরের শুরুতে চার্লটন ভক্তরা মাঠে বিচ বল ছুড়ে মেরেছিল, ক্লাবের ‘শবযাত্রার’ আয়োজনও করেছিল! এদিকে অনেকদিন হলো ক্লাব বিক্রির জন্য মালিকপক্ষকে চাপ দিয়ে আসছে কভেন্ট্রি সিটির ভক্তরা। কিন্তু মালিক এই প্রস্তাব গ্রহণ করেননি। গতদিনের ম্যাচের আগে তাই স্টেডিয়ামের বাইরে দুই পক্ষই একসাথে পদযাত্রা করে মালিকপক্ষের বিরুদ্ধে, দুজন মালিকের বিরুদ্ধে নানা ব্যানার, ফেস্টুন নিয়ে হাজির হয় সবাই।

    এই পর্যন্ত ব্যাপারটা অনুমেয় ছিল। পদযাত্রা তো কতই হয়! কিন্তু খেলা শুরু হওয়ার পর চারদিক থেকে খেলনা শুয়োর ছুঁড়তে শুরু করল দর্শক। ঘটনার আকস্মিকতায় হতবাক রেফারি, ফুটবলাররা। খেলাও বন্ধ রাখতে হয়েছিল কিছু সময়। ঘরের মাঠে দর্শকের এরকম আচরণে হতাশ কোচ রাসেল স্লেড, “ব্যাপারটা আমাদের জন্য কঠিন ছিল। শতবছর ধরেই এরকম প্রতিবাদ হয়ে আসছে। যখন আমরা হতাশ হই, তখন এটার প্রতিক্রিয়া জানাই। আজ দর্শকরা সেটাই করেছে।”

    দর্শকের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি ক্লাব কর্তৃপক্ষ।