• সিরি আ
  • " />

     

    সেই ইকার্দিই এখন ভক্তদের চক্ষুশূল

    সেই ইকার্দিই এখন ভক্তদের চক্ষুশূল    

    মাউরো ইকার্দির সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একে তো পেনাল্টি মিস করেছেন গত ম্যাচে, পেতে হয়েছে ‘জোকার’ উপাধি। সাথে দলের অধিনায়কত্ব ছাড়ার চাপও সামলাতে হচ্ছে। এর মাঝেই গত রাতে তাঁর গাড়িতে হামলার চেষ্টা করেছে কিছু ইন্টার সমর্থক। তাঁকে হুমকি দিয়ে ব্যানারও লাগানো হয়েছে বাড়ির সামনে।

    ঘটনার সূত্রপাত হয় ইকার্দির আত্মজীবনীমূলক বই প্রকাশের পর। সেখানে এক জায়গায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের সাসুলোর বিপক্ষে ৩-১ গোলে হারের পর দর্শকের সাথে বিবাদের প্রসঙ্গটি তোলেন এই আর্জেন্টাইন। দর্শকের দুয়োধ্বনির জবাবে নিজের ইন্সটাগ্রামে ইকার্দি বলেছিলেন, “দরকার হলে আর্জেন্টিনা থেকে ১০০ জন সন্ত্রাসী নিয়ে আসব যদি কেউ আমাকে আক্রমণের চেষ্টা করে।”

    এই ব্যাপারটি জানাজানি হওয়ার পর ইন্টারের “আল্ট্রাস’ সমর্থকেরা ইকার্দির অধিনায়কত্ব কেড়ে নেয়ার আহবান জানায়। ক্লাবের সাবেক অধিনায়ক হাভিয়ের জানেত্তিও ইকার্দির এরকম বক্তব্যের সমালোচনা করেন, “ক্লাবের একজন সদস্যের এরকম ব্যবহার মেনে নেয়া যায় না।”

    এত অভিযোগের পরেও অধিনায়কত্ব ছাড়েননি ইকার্দি। এদিকে গতকাল ক্যালিয়ারির সাথে ২-১ গোলে হেরেছে ইন্টার, একটি পেনাল্টিও মিস করেছেন। এতেই সমর্থকদের ধৈর্যের বাধ ভেঙ্গে গিয়েছে। ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ইকার্দির গাড়িতে হামলা চালায় প্রায় ৪০ জন সমর্থক। এরপর তাঁর বাড়ির সামনে বিশাল এক ব্যানারও ঝুলিয়ে রাখে তারা। সেখানে লেখা ছিল, “আমরা চলে এসেছি। তোমার আর্জেন্টাইন বন্ধুরা কখন আসবে? তুমি কি আমাদের সতর্ক করবে নাকি কাপুরুষের মতো কাজ করবে?”

     

             "তুমি কোনো অধিনায়ক নও, কোনো পুরুষ নও, শুধু একটা আবর্জনা"- ইন্টার সমর্থকেরা ব্যানারে লিখে এনেছিল

     

    ইকার্দির স্ত্রী অবশ্য জানিয়েছেন তাদের সাথে কিছুই হয়নি, “আমরা যখন বাড়ি গিয়েছিলাম তখন কিছুই হয়নি। কোনো সমস্যা ছাড়াই আমরা বাসায় ফিরেছি।” তবে ইকার্দির প্রতিবেশী জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সাহায্যেই বাসায় প্রবেশ করেছেন ইন্টার মিলান অধিনায়ক ও তাঁর স্ত্রী। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আজই ইকার্দির সাথে অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে কথা বলা হবে।