রেফারি-মন্তব্যে বিপাকে মরিনহো
ওল্ড ট্রাফোর্ড থেকে তাঁর বাড়ির দূরত্ব মাত্র ৬ মাইল। স্বভাবতই অনেকে ভাবতে পারেন তিনি ইউনাইটেড সমর্থক। যদিও ম্যানচেস্টারের অপেশাদার ফুটবল ক্লাব আলট্রিনচামকে সমর্থন করেন, তবুও অ্যান্থনি টেইলরকে ম্যানচেস্টার ইউনাইটেড- লিভারপুল ম্যাচের রেফারি করায় অনেকেই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এবার তাঁকে নিয়ে ইউনাইটেড কোচ হোসে মরিনহোর মন্তব্য সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। এ কারণে নিষেধাজ্ঞার খড়গও নেমে আসতে পারে মরিনহোর ওপর।
একে তো হাই ভোল্টেজ ম্যাচ, সাথে যোগ হয়েছে রেফারি বিতর্ক। ইউনাইটেডের ‘প্রতিবেশী’ টেইলরকে নিয়ে মন্তব্য করে ৫৩ বছর বয়সী এই পর্তুগীজ একটু চিন্তার ভিতরেই আছেন, “কেউ কেউ ইচ্ছা করেই তাঁকে চাপে ফেলার চেষ্টা করছে। তিনি ভালো একজন রেফারি কিন্তু এই ম্যাচে ভালো পারফর্ম করা তাঁর জন্য একটু কঠিনই হবে!”
তবে মরিনহোর এরকম মন্তব্যকে ভালো চোখে দেখেনি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। রেফারি নির্বাচন নিয়ে কোচদের কথা বলার কোনো অধিকার নেই। তাই এই ব্যাপারে তদন্তও করা হবে বলে জানা গেছে। এদিকে টেইলরকে রেফারি করায় খেপেছেন প্রফেশনাল ম্যাচ অফিশিয়াল লিমিটেডের সাবেক প্রধান কিথ হ্যাকেট। সামাজিক মাধ্যমগুলোতেও লিভারপুল ভক্তরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেই যাচ্ছেন।
একই পরিস্থিতিতে গত মৌসুমে টটেনহাম- লেস্টার সিটির ম্যাচের আগে রেফারি কেভিন ফ্রেন্ডকে সরিয়ে নেয়া হয়েছিল। অভিযোগ উঠেছিল কেভিন নাকি লেস্টারের সমর্থক!
রেফারিকে নিয়ে মন্তব্য করা মরিনহোর পুরনো অভ্যাস। গত মৌসুমে সাউদাম্পটনের বিপক্ষে চেলসির হারের পর মন্তব্য করায় ৫০ হাজার ইউরো জরিমানা গুণতে হয় তাঁকে।