ইউনাইটেডের জার্সি বিক্রি সবচেয়ে বেশি
নামিদামি ফুটবল ক্লাবগুলোর আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে ফুটবলারদের জার্সি বিক্রি। প্রতি বছর হাজার হাজার জার্সি বিক্রি করে মোটা অংকের টাকা আয় করে ক্লাবগুলো। এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়াল মাদ্রিদকেও পিছনে ফেলেছে তারা।
ইউনাইটেডের জার্সির স্পন্সর অ্যাডিডাস। এক জরিপে দেখা গেছে, গত ৫ মৌসুমে প্রতিবছর প্রায় ১.৭৫ মিলিয়ন জার্সি বিক্রি করেছে ক্লাবটি! এই মৌসুমে ইব্রাহিমোভিচ এবং পল পগবার দলে যোগদান জার্সি বিক্রি বাড়িয়ে দিয়েছে আরো কয়েকগুণ।
ইউনাইটেডের পরেই আছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেলদের নিয়ে গড়া নতুন যুগের ‘গ্যালাকটিকো’দের বছরপ্রতি জার্সি বিক্রির সংখ্যা প্রায় ১.৬৫ মিলিয়ন। বার্সেলোনাও পিছিয়ে নেই খুব একটা। মেসি, সুয়ারেজ, নেইমাদের সুবাদে বছরে ১.২৭ মিলিয়ন জার্সি বিক্রি করে তাদের অবস্থান তৃতীয় স্থানে।
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। প্রতি বছর তাদের জার্সি বিক্রির সংখ্যা ১.২০ মিলিয়ন। পরবর্তী ৩ টি স্থানে আছে ইংলিশ ক্লাব চেলসি, লিভারপুল, আর্সেনাল। এরপরেই আছে পিএসজি, জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড। ম্যানচেস্টার সিটি আছে ১৩ তম স্থানে। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ আছে তালিকার ২০তম স্থানে। বছরে তাদের জার্সি বিক্রি ১৭ লাখ, যা কিনা ইউনাইটেড এবং মাদ্রিদের ১০ ভাগের এক ভাগ!