মরিনহোকে হতাশ করেছেন পগবা
রেকর্ড ট্রান্সফার ফিতে তাঁকে দলে আনা হয়েছিল এই মৌসুমে। প্রত্যাশার পারদটা শুরু থেকেই আকাশচুম্বী। কিন্তু অধিকাংশ সময়েই দর্শকের মনের সাধটা মেটাতে পারেননি পল পগবা। গতকালের ম্যাচে লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দল, সেরা খেলা থেকে যোজন যোজন দূরে ছিলেন পগবা নিজেও। ওল্ড ট্রাফোর্ডের দর্শকের ধৈর্যের বাধটাও হয়ত ভেঙ্গে গেছে কাল। সামাজিক মাধ্যমগুলোতে তাঁকে নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
ম্যাচ শেষ হওয়ার পর টুইটারে নিজেদের মতামত তুলে ধরেন ইউনাইটেড ভক্তরা। অন্য সবার চেয়ে পগবাকেই শুনতে হয়েছে সবচেয়ে বেশি কটু কথা। কেউ বলেছেন, পগবার মতো ‘অলস’ ফুটবলার আর নেই। কেউবা ‘দামি গাধা’ বলেছেন এই ফরাসি ফরোয়ার্ডকে। একজন তো পগবার নামের পাশে ‘ভণ্ড’ উপাধিও জুড়ে দিয়েছেন। অনেকে মজা করে বলেছেন, নিজের দলের চেয়ে লিভারপুলকেই বেশি সাহায্য করেছেন পগবা!
এ তো গেলো ভক্তদের কথা। ম্যাচ শেষে কোচ হোসে মরিনহোও পগবাকে নিয়ে তাঁর হতাশার কথা জানান, “পগবা মাঠে থাকার সময় আমি আরও বেশিকিছুই আশা করেছিলাম। খেলাটা আমাদের জন্য কঠিন ছিল।”