• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    মেহেদীকে দেখেছেন অশ্বিন-বিশপও

    মেহেদীকে দেখেছেন অশ্বিন-বিশপও    

    লাঞ্চের ঠিক পর পরেই চমক। সাকিব আল হাসানের এক ওভারে দুইবার রিভিউ নিয়ে বেঁচে গেলেন মঈন আলী। রবিচন্দ্রন অশ্বিনের চোখ ছিল স্কোরকার্ডে। টুইট করলেন, "লাঞ্চের পর এরকম রোমাঞ্চকর ওভার আগে দেখিনি।" সাবেক ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার তখন মনে করিয়ে দিলেন, সামনেই তো ভারতের সঙ্গে ইংল্যান্ডের খেলা। অশ্বিনের রোমাঞ্চিত হওয়ার কারণ আছে। ভারতের স্পিনার রসিকতাটা বুঝলেন। তবে সেই সঙ্গে মনে করিয়ে দিলেন, মেহেদী হাসান নামের নতুন অফ স্পিনার ভালোই করছেন।

    অশ্বিন অবশ্য মেহেদী নামটা ঠিক বানানে লেখেননি। তবে বাংলাদেশের তরুণ অফ স্পিনার তাতে খুব একটা চটবেন না বোধ হয়। খুব সম্ভবত এই সময়ের সেরা স্পিনার তাঁর বোলিংটা দেখছেন, ১৮ বছর বয়সী মেহেদীর জন্য সেটি তো বড় পাওয়াই হওয়া উচিত। তখনও অবশ্য মেহেদী তিন উইকেট পেয়েছেন, পরে নিয়েছেন আরও দুই উইকেট। অশ্বিন কি সেটি দেখেছেন?

     

     

    অশ্বিন হয়তো এর পর নিউজিল্যান্ড-ভারত ম্যাচের দিকেই মনযোগ দিয়েছেন। তবে আরেকজন ঠিকই দেখে গেছেন মেহেদীর বোলিং। এই বছরের শুরুতেই ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এসেছিলেন ইয়ান বিশপ। বাংলাদেশ সেমিফাইনালে হেরে গেলেও ওই আসরে মেহেদী টুর্নামেন্টসেরা হয়েছিলেন। অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ককে কাছ থেকেই দেখেছেন বিশপ। আজ ম্যাচ শেষে তাই টুইট করলেন, "অনূর্ধ্ব ১৯ দলের আরেকজন গ্র্যাজুয়েটকে টেস্ট দলে খেলতে দেখে খুবই ভালো লাগছে।"  পরে আবার ম্যাচ শেষে  টুইট করেছেন, "অভিষেকেই পাঁচ উইকেট। চালিয়ে যাও।"

    বাংলাদেশের হয়ে অভিষেকে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। অভিষেকে স্পিনার হিসেবে প্রথম দিনে তাঁর সমান বা তাঁর চেয়ে চেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে দুইজনের- ১৯৫০ সালে ইংল্যান্ডের আলফ ভ্যালেন্টাইন (৯) ও ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার আলবার্ট রোজ ইনেজ (৫)।

    মেহেদীকে তো চালিয়ে যেতেই হবে। যাত্রা তো সবে শুরু!