• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সুয়ারেজ-এভরার সন্ধি?

    সুয়ারেজ-এভরার সন্ধি?    

    লিভারপুলের হয়ে খেলার সময় বিরাট এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন লুইস সুয়ারেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার প্যাট্রিস এভরাকে বর্ণবাদী গালি দিয়ে হয়েছিলেন চরম নিন্দিত। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানার পাশপাশি এভরার সঙ্গে সম্পর্কটা হয়ে গিয়েছিল ভীষণ তেতো। কিন্তু মনে হচ্ছে অবশেষে দুজনের সম্পর্কের বরফ গলেছে।

     



    শান্তির বার্তাটা এসেছে বর্তমানে জুভেন্টাসে খেলা এভরার কাছ থেকেই। লা লিগায় সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জেতা সুয়ারেজকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই ফ্রেঞ্চ ডিফেন্ডার। ক্যাপশনে লিখেছেন, “আমার ইনস্টাগ্রামে কোনো ঘৃণা নেই, আছে শুধু ভালোবাসা।” সুয়ারেজের উদ্দেশ্যে আরও লিখেছেন, “তুমি একজন অসাধারণ খেলোয়াড় লুইস। বিশ্বের সেরা নয় নম্বর। অভিনন্দন লুইস।”

    এরপরও সুয়ারেজ পুরনো রোষটা পুষে রাখলে অবাক হতেই হবে।