• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    ইংলিশদের "চারের ধসে" বাংলাদেশের প্রথম

    ইংলিশদের "চারের ধসে" বাংলাদেশের প্রথম    

    প্রায় দেড়শ বছরের ইতিহাসে ইংল্যান্ড খেলেছে ৯৭৬টি টেস্ট। নিজেদের ৯৭৭ তম টেস্ট ম্যাচে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে খেলছে অ্যালিস্টার কুকের দল। কিন্তু এই টেস্টেই একটি পরিসংখ্যান তারা ভুলে যেতে চাইবে। দুই ইনিংসেই তাঁদের টপ অর্ডার ব্যর্থ। দুবারই ১০০ রান পূর্ণ হওয়ার আগেই ৪ উইকেট হারিয়েছে ইংলিশরা।

    দুই ইনিংসেই ইংলিশদের শতরানের আগেই ৪ উইকেট পড়ে যাওয়ার ঘটনা আগে ঘটেছে মাত্র ৩৩ বার। আর বাংলাদেশের বিপক্ষে এই প্রথমবারের মতো এত দ্রুত উইকেট হারিয়েছে স্টোকসরা। প্রথম ইনিংসে ৮৩ রানেই হারিয়েছিল ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে তাঁদের অবস্থা আরও করুণ, ৪৬ রানেই প্যাভিলিয়নে ফিরে গেছেন ইংলিশ টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান। বাংলাদেশও টেস্ট ইতিহাসে দুই ইনিংসে প্রতিপক্ষের প্রথম চার ব্যাটসম্যানকে এত কম রানে বেঁধে ফেলতে পারেনি। 

    ১৮৭৭ সালে প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম চার  ব্যাটসম্যান দুই ইনিংস মিলে ১০০ করতে পারেননি। এর পর আরও অনেকবার এমন ধস নেমেছে, তবে উপমহাদেশে এটাই প্রথম।