• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কন্তেকে কী বলেছিলেন মরিনহো?

    কন্তেকে কী বলেছিলেন মরিনহো?    

    স্ট্যামফোর্ড ব্রিজে চল্লিশ হাজারের মতো দর্শকের মুখে 'ওলে, ওলে' রব। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ঘরের মাঠে ৪-০ গোলে এগিয়ে থেকে তো এরকম আনন্দ করাই যায়। শেষ বাঁশির সময় যতই ঘনিয়ে আসছিল, এই উল্লাসের মাত্রা কয়েক গুন বেড়ে গিয়েছিল। খোদ চেলসি কোচ আন্তোনিও কন্তেই হাত উচিয়ে দর্শককে তাঁদের গলা আরও চড়া করতে বলছিলেন। আর এই ব্যাপারটাই ভালো চোখে দেখেননি ইউনাইটেড কোচ হোসে মরিনহো। ম্যাচশেষে হাত মেলানোর সময় কন্তের এই কাজটি করা ঠিক হয়নি বলেও জানিয়েছেন।

     

    এক হালি গোল খেয়ে দল হেরে যাচ্ছে। সাবেক ক্লাবের দর্শকরা এভাবে তাঁর মনে আঘাত দিয়ে উদযাপন করবে, ব্যাপারটা হয়ত ভাবেননি মরিনহো। শেষ বাঁশি বাজার পর হাত মেলাতে গিয়ে কন্তেকে কানে কানে অনেক কথাই বলেছেন। মাঠে তো এমনিই লজ্জার হার দেখতে হয়েছে, এই লজ্জা আর না বাড়াতে পারতেন কন্তে, ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন মরিনহো, “এটা আমার নিজস্ব মতামত। ১-০ হলে এটা করা যায়, কিন্তু ৪-০ তে না! এটা লজ্জাজনক আমার জন্য।

     

    তবে কন্তে অবশ্য এই ব্যাপারকে স্বাভাবিকভাবেই দেখছেন, “আমি নিজেও একজন ফুটবলার ছিলাম, আমি জানি মাঠে কেমন আচরণ করতে হয়। ইউনাইটেড ভক্তরাই গান গাচ্ছিল, আমার সমর্থকরা দলের এমন দারুণ খেলার পরেও চুপ ছিল। আমি চেয়েছিলাম দর্শকরা দলের খেলোয়াড়দের আরেকটু চাঙ্গা করুক, এটা আমার কাছে খুবই স্বাভাবিক লেগেছে!”

     

    মরিনহোকে মোটেও লজ্জা দিতে চাননি বলেই জানান কন্তে, “সবার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। মরিনহোর সাথে কিছুই হয়নি, আমার ব্যবহারও স্বাভাবিক ছিল। আমি তাঁকে নিয়ে মজা করিনি, লজ্জাও দিতে চাইনি। আমি নিজেও সম্মান চাই। আজকের দিনের ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার খেলোয়াড়রা দারুণ খেলেছে।”