• বুন্দেসলিগা
  • " />

     

    মেসি, পগবাদের পর রেনাটো সানচেস

    মেসি, পগবাদের পর রেনাটো সানচেস    

    ক্যারিয়ার শুরু হয়েছিল বেনফিকাতে। বছর দুয়েকের মাঝেই নজরে আসেন বায়ার্ন মিউনিখের। এই মৌসুমেই যোগ দিয়েছেন এখানে, এরই মাঝে ইউরোপের তরুণ ফুটবলারদের পুরস্কার ‘গোল্ডেন বয় এ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনাতো সানচেস। এই লড়াইয়ে ইউনাইটেডের মার্কাস র‍্যাশফোর্ড, মিলানের জিয়ানলুইজি ডোনারোমাকে হারিয়েছেন তিনি।

     

    ১৯ বছর বয়সী এই পর্তুগীজ তরুণ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম ৬ ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন।নিজের প্রথম ৬ ম্যাচে তৈরি করেছেন একটি গোলের সুযোগ, ৭৫% শট নিখুঁতভাবে নিয়েছেন, পাস নেওয়ার ক্ষেত্রে সফলতা ৪৭%।

    ২০০৩ সালে ইতালিয়ান পত্রিকা তুত্তোস্পোর্ট ইউরোপজুড়ে সাংবাদিকদের ভোটাভুটির মাধ্যমে ২১ বছরের নিচে একজন ফুটবলারকে এই পুরস্কার দেয়া শুরু করে। লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, রাহিম স্টারলিং, ওয়েন রুনি, ইসকো, ফ্যাব্রিগাস, পগবাসহ অনেক নামিদামি ফুটবলারই তরুণ বয়সে এই পুরস্কার পেয়েছিলেন। এবার প্রায় ৩০ টি পত্রিকার সাংবাদিকদের ভোটে নির্বাচিত হয়েছেন সানচেস। এই বছরের মন্টে কার্লো অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার দেয়া হবে।