• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    খেলা নয়, যুদ্ধ চান মরিনহো!

    খেলা নয়, যুদ্ধ চান মরিনহো!    

    কথার লড়াইয়ে তাঁকে পেছনে ফেলা কঠিন। মাঠের ভিতরে বাইরে বিভিন্ন ‘ অপ্রীতিকর’ ঘটনা ঘটিয়ে বরাবরই খবরের শিরোনাম হয়েছেন হোসে মরিনহো। ‘পাগলাটে’ মনোভাবের জন্য নিষেধাজ্ঞাও পেতে হয়েছে। এবার সাবেক বার্সা কিংবদন্তি জাভি বললেন, ফুটবল না, যুদ্ধই চান মরিনহো!

    একটা সময় মাদ্রিদের কোচ ছিলেন। বার্সার সাথে তাই সম্পর্কটা সাপে-নেউলে। স্বভাবতই জাভির সাথেও সম্পর্কটা খুব একটা ভালো না। মরিনহো রিয়াল ছেড়ে গিয়েছেন অনেক আগেই, জাভিও আর বার্সাতে নেই। তবে বার্সা-রিয়ালের দ্বৈরথের ঝাঁজটা এখনো রয়েই গেছে। ফলাফল নিজের পক্ষে না গেলে নাকি যুদ্ধই লাগিয়ে দিতে চান মরিনহো, “যখন পরিস্থিতি তাঁর অনুকূলে থাকে না, তিনি তখন ফুটবল না, যুদ্ধ চান! মাদ্রিদে থাকার সময়েও এরকমটা করতেন। আশা করি ইংল্যান্ডে গিয়ে এরকম কিছু করবেন না।”

    বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা বরাবরই জাভির প্রিয় কোচ। মরিনহোর সাথে তাঁর মুখোমুখি হওয়াটা দারুণ একটা ব্যাপার বলেই মনে করছেন, “যখন জানতে পারলাম তাঁরা আবারো একই লিগে যাচ্ছে, তখনই বুঝতে পেরেছি ব্যাপারটা দারুণ হবে। তাঁদের এই লড়াই ফুটবলের জন্য ভালো, বিশেষ করে ইংলিশ ফুটবলের জন্য। তাঁরা দুজন এই মুহূর্তে বিশ্বের সেরা কোচ।”