টটেনহামকে হারালেন স্টারিজ
ম্যাচে লিভারপুলের একচ্ছত্র আধিপত্য। পাত্তাই পাচ্ছে না টটেনহাম। ম্যাচের বাকি ১৫ মিনিট। হঠাৎ লামেলাকে বক্সে ফেলে দিলেন লুকাস। পেনাল্টি থেকে গোল করলো টটেনহাম। পুরোটা সময় টটেনগামকে দমিয়ে রেখে শেষ ১৫ মিনিট রীতিমত হিমশিম খেয়েছে লিভারপুল। অবশেষে তাদের ২-১ গোলে হারিয়ে লিগ কাপের পরবর্তী রাউন্ডে চলে গেল ক্লপ শিষ্যরা।
মানে, কৌতিনহো, ফিরমিনোদের বিশ্রামের রাতে লিভারপুললের স্ট্রাইকার ছিলেন স্টারিজ। সুযোগের যথার্থ ব্যবহার করেছেন এই ইংলিশ স্ট্রাইকার। করেছেন জোড়া গোল, মিস না করলে হতে পারতো 'পোকার'! অ্যানফিল্ডে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটিতে ক্লপ, পচেত্তিনো দল সাজিয়েছিলেন অ্যাকাডেমি খেলোয়াড়দের দিয়ে। বড় নামের মধ্যে ছিলেন স্টারিজ, ওয়াইনাল্ডাম, লুকাস, লামেলারা। অনভিজ্ঞ স্পার্স ডিফেন্সের সুবাদে ম্যাচের ৯ মিনিটেই লিড নেয় লিভারপুল। ওনোমার ভুলে বল পান গ্রুজিচ। এই সার্বিয়ানের ক্রস থেকে বল জালে পাঠান স্টারিজ। ম্যাচের পরের দশ মিনিটে দু দুটি সুযোগ হাতছাড়া করেন স্টারিজ। নাহলে ২০ মিনিটেই পেতে পারতেন হ্যাটট্রিক! মিশেল ভর্মের দক্ষ কিপিংয়ে প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো স্টারিজ, ওরিগিকে রুখে দেন ভর্ম। কিন্তু ৬৪ মিনিটে ব্যবধান ঠিকই দ্বিগুণ করেন সেই স্টারিজই। এ নিয়ে লিগ কাপে শেষ ৮ ম্যাচে ১০ গোল করলেন স্টারিজ। ভর্ম না থাকলে স্পার্সকে রীতিমত অপদস্থই করতো লিভারপুল। কিন্তু ধারার বিপরীতে ৭৬ মিনিটে পেনাল্টি পায় স্পার্স। গোল করে ব্যবধান কমান ভিন্সেন্ট ইয়ানসেন। স্পার্স ক্যারিয়ারে তার দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। ৮১ মিনিটে স্টারিজের শট বারে লেগে ফিরে আসলে আর হ্যাটট্রিক করা হয়নি তার। ৮৬ মিনিটে অ্যাকাডেমি স্ট্রাইকার হ্যারিসন মিস না করলে খেলা অতিরিক্ত সময়ে যেতে পারতো।
এই জয়ে টানা তৃতীয়বারের মত লিগ কাপের শেষ আটে লিভারপুল। লিভারপুলের জয়ের রাতে জিতেছে আর্সেনালও। দ্বিতীয় বিভাগের ক্লাব রিডিংকে ২-০ গোলে হারিয়েছে ওজিল, সানচেজহীন আর্সেনাল। স্টারিজের মতই জোড়া গোল পেয়েছেন অক্সলেড-চেম্বারলেইন।