সেরে উঠেছেন সাব্বির
চট্টগ্রাম টেস্টের শুরু থেকেই অসুস্থতায় ভুগছিলেন। পেটের পীড়া নিয়ে ব্যাট করতে নেমেছিলেন, পরে ফিল্ডিংও করেছেন সেটি নিয়ে। প্রথম ইনিংসে তেমন কিছু করতে পারেননি, কিন্তু দ্বিতীয় ইনিংসের ৬৩ রান করে দলকে আরেকটু হলেই জিতিয়ে দিয়েছিলেন। কিন্তু এর মধ্যেই শরীরটা আরও বেশিই বেগড়বাই করছিল। তবে ভালো খবর হচ্ছে, ঢাকা টেস্টে খেলা নিয়ে সমস্যা নেই সাব্বিরের।
চট্টগ্রাম টেস্টে গ্যাস্ট্রিকের সমস্যা বেশ ভোগাচ্ছিল বাংলাদেশ ব্যাটসম্যানকে। তীব্র গরমে অ্যান্টিবায়োটিক নিয়ে খেলেছেন সেই ব্যথা উপেক্ষা করে। এর মধ্যে দ্বিতীয় দিনে বেন স্টোকসের একটা বাউন্সার আঘাত হেনেছিল তাঁর হেলমেটে। তাতে অবশ্য সাব্বিরের খুব একটা ক্ষতি হয়নি। তবে পেটের অসুস্থতা বেশ ভোগাচ্ছিল তাঁকে।
ঢাকাতে ফিরেই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসকদের ব্যবস্থাপত্র নিতে গিয়েছিলেন। আজ বাংলাদেশ দলের ফিজিও জানিয়েছেন, অসুস্থতা কাটিয়ে উঠেছেন সাব্বির। জ্বরও নেই। কাল অনুশীলনেও ফেরার কথা। সবকিছু ঠিক থাকলে শুক্রবার ঢাকা টেস্টেই প্রথম একাদশে থাকছেন। এই টেস্টে সাব্বিরের বিকল্প হিসেবে মোসাদ্দেক হোসেনকে ডেকেছিলেন নির্বাচকেরা। তাঁর টেস্ট অভিষেকের সম্ভাবনাও হয়তো আরও গেল।