লড়াই করতে পেরে খুশি গার্দিওলা
হতাশা চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছে পেপ গার্দিওলাকে। গত রাতের লিগ কাপের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে তাঁর দল। টানা ছয় ম্যাচ জয় ছাড়া, এরকম পরিস্থিতিতে খুব একটা স্বস্তিতে নেই গার্দিওলা।
নিজের কোচিং ক্যারিয়ারে এমনটা কখনোই হয়নি। তাই দ্রুতই জয়ের মুখ দেখতে চান গার্দিওলা, “হ্যাঁ, ৬ ম্যাচে জয়হীন আমরা। পরিস্থিতি মোটেও অনুকূলে নেই। কিন্তু আমরা একটি মাত্র প্রতিযোগিতা থেকেই বাদ পড়েছি। আমরা এখনো তিনটি টুর্নামেন্টে টিকে আছি।”
জয় না পেলেও দলের ওপরে ভরশা রাখছেন গার্দিওলা, “দেখা যাক কি হয়। আমি আমার খেলোয়াড়দের ওপর খুশি। ভবিষ্যতের জন্য সবাই মিলেই চেষ্টা চালাচ্ছি। ভালো খেলেও হেরেছি আমরা, এতে লজ্জার কিছুই নেই। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি, এটাই মূল কথা।”
আগামী ২৯ অক্টোবর লিগের ম্যাচে ওয়েস্ট ব্রমের মুখোমুখি হবে সিটি।