• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    ৬-০ না ৫-১?

    ৬-০ না ৫-১?    

    কেমন গেলো একাদশ ক্রিকেট বিশ্বকাপের প্রথম দিন? আর যেমনই হোক, ক্রিকেটীয় রোমাঞ্চটা প্রায় খুঁজেই পাওয়া যায় নি। পৃথক দুই ম্যাচে দুই স্বাগতিকের তিন শতাধিক রান তাড়া করে ইংল্যান্ড আর শ্রীলংকা হার মানলো বড় অংকে। ‘একপেশে’ উদ্বোধনী ম্যাচদুটো যদি আপনাকে হতাশ করে থাকে তবে ক্রিকেট দুনিয়ার বহুল আরাধ্য একটি লড়াই আপনার জন্য অপেক্ষা করছে বিশ্বকাপের দ্বিতীয় দিনেই! অ্যাডিলেড ওভালে দুই উপমহাদেশীয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান মাঠে নামবে বাংলাদেশ সময় রবিবার সকাল সাড়ে নয়টায়।

     

     

    ফিরে দেখা...

     


     

    পাঁড় ক্রিকেটপ্রেমীদের বেশিরভাগই হয়তো ব্যাপারটা জানেন। যারা আগে জানতেন না তাঁদেরও ভারতীয় চ্যানেলগুলোর সাম্প্রতিক এক বিজ্ঞাপনের সুবাদে জেনে যাবার কথা যে বিশ্বকাপের মাঠে এ পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েও ভারতের বিপক্ষে জয়ের দেখা পায় নি পাকিস্তান! তবে সামগ্রিক পরিসংখ্যান বিবেচনায় ভারতের চেয়ে ঢের এগিয়ে জাভেদ মিয়াঁদাদ, ইমরান খানদের উত্তর প্রজন্ম। এ পর্যন্ত ১২৬টি একদিনের আন্তর্জাতিকে পাকিস্তান জিতেছে ৭২টি, ভারত ৫০টি; অমীমাংসিত ছিল ৪টি ম্যাচ।

     

     

    দুই শিবিরে এক ঝলক

     


     

    ভারত

     

     

    বর্তমান চ্যাম্পিয়নদের সময়টা ভয়াবহরকম বাজে যাচ্ছে বললেও বোধহয় কম বলা হবে। বিশ্বকাপ সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় লম্বা সফর শেষপর্যন্ত বুমেরাংই হয়ে যেতে পারে টিম ইন্ডিয়ার জন্য। টানা পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাওয়া দলটি সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ জিতে যেন কিছুটা হলেও অক্সিজেন খুঁজে পেলো।

     

     

    দলের প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে আজিঙ্কা রাহানে বাদে আর কেউই সেভাবে রান পাচ্ছেন না। রোহিত শর্মা, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, অধিনায়ক ধোনি... রানের মধ্যে নেই কেউই। এমনকি ভারতীয় ব্যাটিং লাইন আপের অন্যতম স্তম্ভ বিরাট কোহলিও সর্বশেষ ছ’ ম্যাচে একটিতেও কুড়ি রানের বেশী করতে পারেন নি!

     

     

    পেস আক্রমণে ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, উমেশ যাদবরা রানের চাকায় বাঁধ দিতে সক্ষম হলেও উইকেটের দেখা পাচ্ছেন কদাচিৎ। ঘূর্ণি বলেও ধারাবাহিক সাফল্য নেই রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলদের। সবমিলিয়ে শিরোপা ধরে রাখার মিশনে খুব বেশী দূর যাবার স্বপ্ন ঘোর ভারত সমর্থকও সেভাবে দেখছেন না। তবে প্রতিদ্বন্দ্বী যখন পাকিস্তান, নিষ্প্রভতা কাটিয়ে নায়ক হয়ে যেতে পারেন যে কেউই!

     

     

    সম্ভাব্য একাদশঃ শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

     

     

     

    পাকিস্তান

     

     

    সাম্প্রতিক ফর্ম আশার আলো দেখাচ্ছে না পাকিস্তানকেও। গত বছরের এশিয়া কাপ ফাইনালে শ্রীলংকার কাছে হারের পর সিরিজ হারতে হয়েছে শ্রীলংকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে। সন্দেহজনক বোলিং অ্যাকশনের ফেরে পড়ে বিশ্বকাপে দর্শক বনে গেছেন সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজরা। উমর গুল, জুনাইদ খানদের মতো অভিজ্ঞ দুই পেসারও শেষ মুহূর্তে ছিটকে পড়ায় পাকিস্তানের বোলিং আক্রমণ রীতিমতো পঙ্গুই হয়ে গেছে।

     

     

     

    এ যাত্রায় ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান, বিলওয়াল ভাট্টি, এহসান আদিলরাই পেস আক্রমণের ভরসা। ঘূর্ণি বলে নির্ভরতা বাড়বে শহীদ আফ্রিদির উপর। তরুণ স্পিন অলরাউন্ডার হারিস সোহেল সামর্থ্যের জানান দিয়েছেন। শোয়েব মাকসুদ, উমর আকমল, আহমেদ শেহজাদরা নিজেদের দিনে ভয়ঙ্কর হতে প্রতিপক্ষ বিবেচনা করেন না। সঙ্গে মিসবাহ, ইউনিস, আফ্রিদীদের অভিজ্ঞতা ব্যাটেবলে কথা বললে ভারতের বিপক্ষে বিশ্বকাপ লড়াইয়ের আক্ষেপটুকু এবার ঝেড়ে ফেলার ‘মওকা’ মিলতেই পারে।

     

     

    সম্ভাব্য একাদশঃ আহমেদ শেহজাদ, নাসির জামশেদ ইউনিস খান, হারিস সোহেল, মিসবাহ-উল-হক (অধিনায়ক), শোয়েব মাকসুদ, উমর আকমল (উইকেটরক্ষক),শহীদ আফ্রিদি, হারিস সোহেল,ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান, এহসান আদিল।

     


     

    চোখ রাখুন...


     

     

    আজিঙ্কা রাহানে (ভারত)

     

     

    ভূমিকাঃ ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান

    বয়সঃ ২৬ বছর

     

     

    সর্বশেষ ক’টি একদিনের ইনিংসঃ ৮৮, ৬৬, ৭৩, ২৮*, ৩৩


     

     

     

    ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সাম্প্রতিক সময়ে মোটামুটি ধারাবাহিক রান কেবল তিনিই পাচ্ছেন। রাহানের উল্লেখযোগ্য আরেকটি বৈশিষ্ট্য দেশের চেয়ে দেশের বাইরে ভালো পারফরম্যান্স, বর্তমান দলের বেশীরভাগ ভারতীয় খেলোয়াড়ের মধ্যেই যেটা খুঁজে পাওয়া কঠিন। দুটি প্রস্তুতি ম্যাচসহ শেষ তিনটি একদিনের ম্যাচেই অর্ধশতাধিক রান পেয়েছেন। বিশ্বকাপের অভিষেকেই পাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের...জাতীয় বীর বনে যাওয়ার এমন সুযোগ কি রোজ রোজ আসে?

     

     

    মিসবাহ-উল-হক (পাকিস্তান)

     

     

    ভূমিকাঃ ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান

    বয়সঃ ৪০ বছর

     

     

    সর্বশেষ ক’টি একদিনের ইনিংসঃ ৯১*, ১০, ৪৫, ৫৮, ৮৮*, ১০৭, ৪৭

     

     

     

    বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচটি বাদ দিলে মিসবাহর সাম্প্রতিক পারফরম্যান্সটা ঈর্ষণীয়ই বটে! এক যুগের ওডিআই ক্যারিয়ারে ১৪২টি ইনিংসে ব্যাট করে রান করেছেন ৪ হাজার ৭৭২। ৩৮টি অর্ধশতকের মালিক পাকিস্তান ক্যাপ্টেনের আক্ষেপ একদিনের ম্যাচে একটি শতক। ক্যারিয়ারসেরা অপরাজিত ৯৬ রানের অংকটা তাঁকে নিশ্চয়ই প্রতিনিয়ত পোড়ায়। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক এই ব্যাটসম্যানের রেকর্ড বলে ভারতের বিপক্ষে তিনি রান পান না বহুদিন। সর্বশেষ ভালো ইনিংসটি অবশ্য গত বিশ্বকাপেরই, ভারতের বিপক্ষে সেমিফাইনালে করেছিলেন ৫৬ রান। বিজ্ঞাপনে বিদ্রুপের জবাবটা মাঠের খেলায় দিতে হলে মিসবাহর ব্যাটে নিশ্চিত করেই রান চাইবে তাঁর দল!



     

    উইকেটে এক ঝলক

     

     

     

    এই সেই অ্যাডিলেড ওভাল...ক’ মাস আগেই শন অ্যাবটের বাউন্সার যেখানে প্রাণ কেড়ে নিয়েছিল ফিলিপ হিউজের। অ্যাডিলেডেই নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচদুটি খেলেছেন ধোনিরা। প্রথমটিতে অস্ট্রেলিয়ার ৩৭১ রান হজম করে পরের ম্যাচে আফগানিস্তানকে তাঁরাও হজম করিয়েছেন ৩৬৪ রান। অতীত বলে অ্যাডিলেডের উইকেটে প্রথমে ব্যাট করে জয়ের হারই বেশী। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে মাথার উপর সূর্য যেহেতু ৪০ ডিগ্রীর উপরে তাপ ছড়াবে... টস জেতা অধিনায়ক ব্যাটিং নেবার সম্ভাবনাই প্রবল।

     

     

    শুরুতে বাউন্স, ধীরে ধীরে ব্যাটিং আর ঘূর্ণি বল সহায়ক... গতানুগতিক অ্যাডিলেড পিচ হলে সম্ভাব্য সংক্ষিপ্ত স্কোরকার্ড কল্পনা করে নিতে পারেন!

     

     

    অধিনায়কের বয়ানে...

     

     

    পরিসংখ্যান শুনতে ভালো লাগে কিন্তু এসবে কিছু যায়-আসে না। আমাদেরকে সাধ্যমত চেষ্টা করতে হবে। আর সেটাই আসল।” - মহেন্দ্র সিং ধোনি, ভারত।

     

     

    ভারতের বিপক্ষে মাঠে সঙ্গে করে কিছুই নেয়া যাবে না। বাইরে কি হচ্ছে, দেশে কি ঘটছে এসব চিন্তাও করা যাবে না। পূর্ণ মনোযোগ খেলায় রেখে নিজের সেরাটা ঢেলে দিতে হবে।” - মিসবাহ-উল-হক, পাকিস্তান।