ব্রড-মুশফিকের "অপেক্ষা" এবং শেষের শুরু
অপেক্ষা
বাবা খেলেছিলেন ২৫ টেস্ট। ছেলে বাবাকে ছাড়িয়েছেন সেই কবে, ত্রয়োদশ ইংলিশ ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার হাতছানি স্টুয়ার্ট ব্রডের সামনে। হাতছানিই দিয়ে গেল, ব্রডকে এখন অপেক্ষা করতে হবে ভারত সিরিজ পর্যন্ত। ঢাকা টেস্টের দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে ‘জুনিয়র’ ব্রডকে, তাঁর জায়গায় দলে এসেছেন স্টিভেন ফিন। সাধারণত শততম টেস্টের সময় পরিবার উপস্থিত থাকেন, তবে নিরাপত্তা আর সবকিছু মিলিয়ে এমনিতেও ঢাকায় থাকতে পারতেন না ব্রডের পরিবার।
অপেক্ষা ২
মুশফিকুর রহিমের অপেক্ষাটা ফুরোচ্ছে অবশ্য। তৃতীয় বাংলাদেশী হিসেবে ৫০তম টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক। সর্বোচ্চ ৬১টি টেস্ট খেলেছেন মোহাম্মদ আশরাফুল, ঠিক ৫০টিই খেলেছেন হাবিবুল বাশার। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের সঙ্গেই অভিষেক হয়েছিল এখনকার বাংলাদেশ অধিনায়কের। সে ম্যাচে অবশ্য উইকেটকিপার ছিলেন খালেদ মাসুদ, ঢাকা টেস্টে কিপিং গ্লাভস থাকবে মুশফিকের হাতেই।
এসেছে নতুন স্পিনার
এগারো বছরের অপেক্ষা শেষে দলে ফিরেছিলেন গ্যারেথ ব্যাটি। এক টেস্ট পরই জায়গা ছেড়ে দিতে হচ্ছে তাঁকে, ব্যাটির জায়গায় অভিষেক হয়ে যাচ্ছে বাঁহাতি স্পিনার জাফর আনসারির। সারের এই বোলার একটিমাত্র ওয়ানডে খেলেছেন, আয়ারল্যান্ডের সঙ্গে সে ম্যাচে বোলিং বা ব্যাটিং পাওয়ার আগেই হয়ে গিয়েছিল পরিত্যক্ত।
আবার কোন নতুন!
আগের টেস্টে অভিষেক হয়েছিল তিন বাংলাদেশীর। দ্বিতীয় টেস্টে ডাক পেয়েছেন আরও দুইজন, মোসাদ্দেক হোসেন ও শুভাশিস রায়। মূলত সাব্বির রহমানের অসুস্থতার কারণে ডাক পেয়েছিলেন মোসাদ্দেক, ফিট হয়ে যাওয়ায় তাই মোসাদ্দেককে অপেক্ষা করতে হবে আরও। সাকিবের সঙ্গে আরও দুই স্পিনার মেহেদী হাসান ও তাইজুল ইসলামও খেলবেন। চতুর্থ স্পিনার হিসেবে দলে আসতে পারেন শুভাগত হোম। কিংবা সেখানে সম্ভাবনা আছে সৌম্য সরকারের।
এবার কোন উইকেট?
চট্টগ্রামের উইকেট রীতিমতো পরীক্ষা নিয়েছে ব্যাটসম্যানদের। তবে ঢাকার উইকেটে কি তেমন টার্ন মিলবে? আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কি বাগড়া দিবে পুরো টেস্টজুড়েই? যেটাই হোক, ঘটনাবহুল আর রোমাঞ্চে ঠাসা এক সিরিজের শেষের শুরুটা হয়েই যাচ্ছে কাল।