আম্পায়ারের ভুল স্বীকার করল আইসিসি
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার আজকের ম্যাচটার অন্তিম মুহূর্ত সন্নিকটে। ইংলিশদের আর মাত্র একটি উইকেট তুলে নিলেই ম্যাচটা জিতে যাবে অসিরা। ম্যাচের ফলাফল নিয়ে আর কোন অনিশ্চয়তা নেই, তাও ঠিক; (ম্যাচ রিপোর্ট) কিন্তু তাই বলে উইকেটে ৯৮ রানে অপরাজিত এক তরুণ বিশ্বকাপ অভিষেকে সেঞ্চুরিবঞ্চিত হবেন আম্পায়ারদের রীতি ভুলে যাওয়ার মাসুল দিয়ে, এটা মেনে নেয়া যায় না কোন যুক্তিতেই।
ইংল্যান্ডের ইনিংসের ৪২তম ওভারের পঞ্চম বল। হ্যাজেলউডের ফুল লেংথের সোজা বলটি জেমস টেলরের পায়ে লাগলে আউটের আবেদন করেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা। একটু চিন্তা করে আঙ্গুল তুলে দেন আম্পায়ার আলিম দারও। এদিকে বল পায়ে লাগার সাথে সাথে লেগ বাই নিতে দৌড়তে শুরু করা টেলর সাথে সাথেই নিয়ে নেন রিভিউ।
লক্ষণীয় ব্যাপার যেটা, বিতর্ক কিন্তু ঐ এলবিডব্লিউয়ের সিদ্ধান্তকে ঘিরে নয়। সিদ্ধান্তটি রিভিউয়ে বাতিল করা হয়। যে লেগ বাইটি নিতে দৌড় শুরু করেছিলেন টেলর, সেটা পূর্ণ করতে পারেননি অপরপ্রান্তে থাকা ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসন। তাঁর আগেই ম্যাক্সওয়েলের সরাসরি থ্রো ভেঙ্গে দেয় স্ট্রাইকিং প্রান্তের স্ট্যাম্প। লেগ আম্পায়ার কুমার ধর্মসেনা আউট ঘোষণা করেন অ্যান্ডারসনকে।
আইসিসির ‘ডিসিশন রিভিউ সিস্টেম’-এর ৬ নম্বর ‘অ্যাপেনডিক্স’-এর ৩.৬এ অনুচ্ছেদ অনুযায়ী আম্পায়ার এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর বলটি ওখানেই ডেড হয়ে যাবে এবং ঐ বলে আর কোন রান বা আউট হওয়া সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে ম্যাচসেরা অ্যারন ফিঞ্চ নিয়মটা জানেন না বলে দাবি করলেও আন্তর্জাতিক ক্রিকেটে অল্পদিনের পথিক জেমস টেলর যে সেটা ভালোভাবেই জানতেন, মাঠে আম্পায়ারদের প্রতি তাঁর নিষ্ফল আবেদন দেখেই তা বোঝা যায়।
পরবর্তীতে এক বিবৃতিতে ভুলটা স্বীকার করে আইসিসি। বিবৃতিতে বলা হয়, আইসিসির ‘প্লেয়িং কন্ট্রোল টিম’(পিসিটি) ম্যাচটার শেষ বল নিরীক্ষণ করে দেখেছে যে, অ্যান্ডারসনের আউটের সিদ্ধান্তটি সঠিক ছিল না। পিসিটি পরে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের সাথেও কথা বলেছে বিষয়টা নিয়ে এবং স্বীকার করেছে যে, ত্রুটিপূর্ণভাবে শেষ হয়েছে ম্যাচটি।
কিন্তু তাতে কি আদৌ কোন সান্ত্বনা পাবেন টেলর?
তথ্য-সূত্রঃক্রিকইনফো,ছবি-সূত্রঃএএফপি