• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লম্বা পাসে গার্দিওলার আপত্তি

    লম্বা পাসে গার্দিওলার আপত্তি    

    সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সিটি কোচ পেপ গার্দিওলার। টানা ৬ মাচে জয়হীন, ক্যারিয়ারে যা কখনোই হয়নি। এর মাঝেই চিরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের কাছে হেরে লিগ কাপ থেকে ছিটকে পড়েছে তাঁর দল। সেদিন ইউনাইটেড লম্বা পাসই খেলার চেষ্টা করেছে। কিন্তু গার্দিওলার এরকম খেলার ধরন একেবারেই পছন্দ নয়। সামনের দিনগুলোতেও সরাসরি পাসেই দলকে খেলতে বেশি উদ্বুদ্ধ করবেন তিনি।

     

    ইউনাইটেডের সাথে হারের পর সিটির খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এসবে কান দিতে নারাজ গার্দিওলা, “ইউনাইটেডের গোল লম্বা পাসে এসেছিল। তাঁদের নীতিটা এরকম, লম্বা পাস দিতে থাকো, মিস করতে থাকো, এরপর গোল আসবে একটা সময়! এসব করতে গিয়ে আপনি গোলও হজম করতে পারেন।”

     

    মরিনহোর এই কৌশলের কাছে হেরে গেলেও নিজের দলে সরাসরি পাসের খেলাই বজায় রাখবেন গার্দিওলা, “আমার দলের স্ট্রাইকাররা( কেলেচি, আগুয়েরো) লম্বা পাসের জন্য উপযোগী নয়। তাই এই পদ্ধতি আমাদের জন্য খুব একটা সুবিধার নয়। যদি ভবিষ্যতে এই কৌশল অবলম্বন করতেই হয় তাহলে হয়তো নতুন স্ট্রাইকার কিনতে হবে, যার উচ্চতা ২২০ সেন্টিমিটার!”

     

    ছোট ছোট পাসেই দলকে সাফল্য এনে দিতে চান এই কাতালান, “আমাদের ঐ কৌশলে ভালো খেলার মতো সামর্থ্যবান স্ট্রাইকার নেই। তাই আমাদের পাসের জন্য জায়গা তৈরি করতে হবে। তাই আমি লম্বা পাসের চিন্তা করিনা। যদি এই কৌশল কাজে না দেয়, তাহলে মনে হয় না ইংল্যান্ডে আমি কোচিং করাতে পারব।”