প্রত্যাশিত জয় নাকি অঘটনের শুরু
শুরু হয়ে গেল বহুল প্রত্যাশিত বিশ্বকাপ ক্রিকেট ২০১৫। প্রথমদিনেই মাঠে নেমেছিল দুই আয়োজক দেশ এবং জয় তুলে নিয়েছে উভয়ই।ফলে অবধারিত ভাবে একটি শুভ সূচনা করলো এবারের শিরোপা ছোঁয়ার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া ও অনেক বোদ্ধার মুখে আপন পরিবেশকে এবং সাম্প্রতিক পারফর্মেন্সকে সাথী করে নিয়ে প্রথমবারের মত অমরত্বের স্বাদ পেতে যাওয়া নিউজিল্যান্ড। প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও আছে দুটি ম্যাচ। একটিতে মুখোমুখি হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এবং অপরটিতে সকাল নয়টায় এশিয়ার দুই পরাশক্তি চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
দুই দলের সাম্প্রতিক ফর্ম............
দক্ষিণ আফ্রিকা নামটি শুনলেই প্রথম যে শব্দটি ভেসে উঠে তা হল “চোকার্স”। বলতে গেলে প্রতি আসরেই হট ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে আসে কিন্তু ফেরে খালি হাতে। কখনো কখনো ভাগ্যের নির্মম পরিহাস অথবা বিতর্কিত নিয়মের বলি হয়ে বার বারই হতাশ করেছে সমর্থকদের। তবে এবারো কি সেই পুরানো বলয়ে আবর্তিত থাকবে, নাকি বেরিয়ে আসবে শনির চক্র থেকে? সেই পরীক্ষায় কাল তাদের প্রথম পরীক্ষা, প্রতিপক্ষ প্রতিবেশী দেশ দুর্বল জিম্বাবুয়ে।
কাপ্তান ডি ভিলির্য়াসের ভাষ্য “ তিন মাস আগে থেকেই জানি বিশ্বকাপে আমাদের লক্ষ্য কি? উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন এবং কি করতে হবে সেই বিষয়ে অবগত আছি। আমি যথেষ্ট স্থির ও মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছি। এবারের বিশ্বকাপে আমরা যে ফেভারিট তা অস্বীকার করার উপায় নেই”। দলীয় অধিনায়কের এই কথাগুলো দ্বারা একটা বিষয় নিশ্চিত দলটি এবার বেশ আত্মবিশ্বাসী। আর এর পেছনে যথেষ্ট পরিমাণ রসদও যে বিদ্যমান। ডি ভিলিয়ার্স, আমলা, ডেল স্টেইনরা নিজেদের দিনে একাই ম্যাচ বের করে নিতে পারেন।
আগামীকালের খেলায় জয় ছাড়া অন্য কিছু চিন্তা করার অবকাশ নেই প্রোটিয়াসদের। চাইবে একটা ভাল শুরুর মাধ্যমে নিজেদের আত্মবিশ্বাসকে আরও সুদৃঢ় করার। তবে ইনজুরি খানিকটা চিন্তার দাগ ফেলেছে আফ্রিকান শিবিরে। শেষ প্রস্তুতি ম্যাচে অল রাউন্ডার ফারহান বেহারডাইয়েন পিঠে চোট পাওয়ার দরুন কালকের ম্যাচে নাও খেলতে পারে। সেক্ষেত্রে একাদশে দেখা যেতে ওয়েন পার্নেলকে। তো যাইহোক যদি কোন কিন্তু না হয় তাহলে দক্ষিণ আফ্রিকার প্রত্যাশিত জয়ের পথে হয়ত খুব একটা বাধা হতে পারবেনা জিম্বাবুয়ে, এমনটাই মনে করে ক্রিকেট বিশ্লেষকরা।
সাম্প্রতিক কালে সব থেকে বাজে সময় পার করছে জিম্বাবুয়ে। যেখানে বিপক্ষ দল নিজেদের গত পাঁচ ম্যাচে শুধু একটি মাত্র হার, সেখানে তাদের ফলাফল প্রত্যেকটিতে পরাজয়। বাংলাদেশ সিরিজে ব্যর্থ হওয়ার পর কোচ রদবদল করেছে ক্রিকেট জিম্বাবুয়ে। নিয়োগ পেয়েছে ৯৬’র বিশ্বকাপ জয়ী লঙ্কান দলকে তালিম দেওয়া ও বাংলাদেশের সফলতম কোচ ডেভ হোয়াটমোরকে। তার নির্দেশনায় ভাল কিছু করার ইঙ্গিত দিচ্ছে তারা। প্রমাণ স্বরূপ প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয়। তবে এই ফলাফল দিয়ে তো আর বিচার করা যাবেনা কারণ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার সাথে সর্বশেষ সাক্ষাত নিজেদের মাটিতে। যেখানে প্রতিবেশীদের বিরুদ্ধে বেশ খাবি খেয়েছে চিগুম্বুরা- টেইলররা। এখন দেখার বিষয় সব কিছুকে ভুলে নতুনের সূচনায় কত খানি এগুতে পারে এক সময়ের হিথ স্ট্রিক, অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যালিস্টার ক্যাম্পবেলদের জন্ম দেওয়া জিম্বাবুয়ে। সে যাত্রার আরম্ভ যে কাল.......
..
সম্ভাব্য একাদশ......
দক্ষিণ আফ্রিকা- হাশিম আমলা, কুইন ডি কক(উইকেট রক্ষক), ফাফ ডুপ্লেসিস, এবি ডি ভিলির্য়াস(অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারডাইয়েন/ ওয়েন পার্নেল, ভারনোন ফিলেন্ডার, ডেল স্টেইন, মর্নি মর্কেল, ইমরান তাহির।
জিম্বাবুয়ে- সিকান্দার রাজা বাট, চামু চিবাবা, হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর(উইকেট রক্ষক), ক্রেইগ আরভিন, শেন উইলিয়ামস, এলটন চিকাম্বুরা(অধিনায়ক), সলেমন মিয়ার, টি মুপারিউয়া/ প্রসপার উতসেয়া, তিনাশি পানিয়েঙ্গারা, তেনদাই চাতারা।