• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    ২২ গজের সেলুলয়েড: "মিস" মুশফিক, "ভুল" মুশফিক

    ২২ গজের সেলুলয়েড: "মিস" মুশফিক, "ভুল" মুশফিক    

    ‘মিস’, মুশফিক

    রুটের রান তখন ১৭। তাইজুল ইসলামের ফ্লাইট ও টার্ন, দুইটাতেই ধোঁকা খেলেন জো রুট। ‘আসল’ মিসটা করলেন মুশফিক, আর স্লিপ তো মুশফিকের কারণে বুঝলেনই না। শুধু আঙ্গুলটাই লাগাতে পারলেন। রুট শেষ পর্যন্ত করেছিলেন ৫৬।

    বোলিংয়ে জাফর আনসারির অভিষেক ইনিংসটা ভাল হয়নি, ব্যাটিংয়ের শুরুটাও হলো নড়বড়ে। প্রথম রানটা এলো মুশফিকের ‘বদান্যতায়’, মেহেদীর বলে হওয়া এজটা ধরতে পারলেন না। এবার অবশ্য স্লিপে দাঁড়িয়ে থাকা সাব্বির সুযোগই পেলেন না! আনসারিকে ফিরতে হলো অবশ্য ১৩ রান করেই।  

     
     

    ‘ভুল’, মুশফিক

    জো রুটের উইকেটটা পেতে একটু বেশীই মরিয়া হয়ে পড়েছিলেন মুশফিক। সাকিবের ব্লকহোলের একটা বলে আবেদন হলো এলবিডাব্লিউর, সাড়া দিলেন না কুমার ধর্মসেনা।রিভিউ নিলেন মুশফিক, অথচ সাকিব ঠিকমতো আবেদনই করেননি! রিপ্লে দেখালো, পরিষ্কার ব্যাটে লেগেছে বল, তার আগে বুটের ছোঁয়াও লাগেনি!

     

    বৈপরীত্য

    ১৭১ থেকে ২২০, ৪৯ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছিল নয় উইকেট। দ্বিতীয় দিনে নিয়মিত উইকেট হারিয়ে ইংল্যান্ডও তখন বিপর্যয়ের সম্মুখীন। ১৪৪ রানে নেই ৮ উইকেট, বাংলাদেশকে উঁকি দিচ্ছে বড় লিড। দাঁড়িয়ে গেলেন ক্রিস ওকস ও আদিল রশিদ। নবম উইকেটে দুজন তুললেন ৯৯ রান! ব্যাটিংয়ে বিপর্যয়ে বাংলাদেশ, বোলিংয়ে ব্যর্থ ইংল্যান্ডের বিপর্যয়ের সুযোগ নিতে!

     

    ভিন্ন নো

    স্টিভেন ফিন এ কাজটা প্রায় করতেন। পরে তো আইসিসি নিয়মই করে ফেললো, বোলারের শরীরের কোনো অংশে লেগে নন-স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প ভাংগলে হবে নো বল। ফিনের স্ট্যাম্প ঘেঁষে বল করার প্রবণতা কমেছে। তবে সতীর্থেরই অভ্যাস হয়তো ভর করলো বেন স্টোকসের ওপর, ‘একই কায়দায়’ নো বল করলেন ১২তম ওভারে।

     

    দুই-ভাগ্য

    ক্রিস ওকস প্রায় চলেই গিয়েছিলেন। আম্পায়াররা থামালেন। সাব্বিরের ফুলটসটা নো বল ছিল না, কিনা সেটাই দেখবেন টেলিভিশন আম্পায়ার। ‘অল্পের জন্য’ বেঁচে গেলেন ওকস। বাংলাদেশ ইনিংসে আম্পায়াররা থামালেন মুমিনুলকে। তবে এবার আর ‘উচ্চতা’র নো বল না, স্টোকসের পেছনের পা রিটার্ন ক্রিজ ছুঁয়েছে কিনা, দেখার ছিল সেটাই।’অল্পের জন্য’ হলো না নো বল, ‘অল্পের জন্য’ বেঁচে যাওয়াও হলো না মুমিনুলের!