হেরেও চমকে দিল জিম্বাবুয়ে
উদ্বোধনী দিনে প্রতিদ্বন্দ্বিতার স্বাদ পাওয়া যায়নি বিন্দুমাত্রও, যদিও ম্যাচ দুটোতে অংশগ্রহণকারী চারটি দলই বিশ্ব ক্রিকেটের পরাশক্তি। বিস্ময়কর হলেও সত্যি, এ আসরে প্রথম কোন ম্যাচে কিছুটা হলেও অনিশ্চয়তা আর প্রতিদ্বন্দ্বিতার আভাস দেওয়া দলটির নাম জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ৬২ রানে হেরে যাওয়া তাদের ম্যাচটা না দেখে থাকলে হয়তো কথাটার মর্ম উপলব্ধি করতে পারবেন না আপনি।
৩৪০ রানের পাহাড়সম লক্ষ্য সামনে রেখে নিজেদের ইনিংসের অর্ধেকেরও বেশি সময় জুড়ে চালকের আসনে ছিল জিম্বাবুয়ানরা। চিভাভা-মাসাকাদজা কিংবা টেলর-মাসাকাদজা জুটি উইকেটে থাকার সময় অবিরাম নখ কামড়ে যাচ্ছিলেন প্রোটিয়া কাপ্তান এবি ডি ভিলিয়ার্স। বেধড়ক মার খেয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার ডেল স্টেইন। ৩৩তম ওভারে ১৯১ রানের মাথায় মাসাকাদজা আউট হওয়ার পরপরই ঘটে ছন্দপতন। ৫৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ানদের ইনিংসের এ অংশটুকুর সঙ্গে তুলনা করা যায় দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথমাংশ। ২১তম ওভারে ৮৩ রানের মাথায় ৪র্থ ব্যাটসম্যান হিসেবে ডি ভিলিয়ার্স যখন প্যাভিলিয়নের পথে, চিন্তাও করা যায়নি এত বড় স্কোর করতে পারবে প্রোটিয়ারা। সেটা সম্ভব হয়েছে জেপি ডুমিনি ও ডেভিড মিলারের অবিশ্বাস্য জুটির কল্যাণে। ৫ম উইকেটে তাঁদের ২৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিটা ওয়ানডে ইতিহাসেরই সর্বোচ্চ। প্রথমদিকে ব্যাটিং ধ্বসে বাঁধ দেওয়ার কাজটা যেমন করেছেন মুন্সিয়ানার সাথে, শেষদিকে ‘বুলডোজার’ চালানোতেও সমান পারদর্শিতার পরিচয় দিয়েছেন তাঁরা। শেষ ১০ ওভারে ১৪৬ রান তোলাটাই তার বড় প্রমাণ। ছবি-সৌজন্যঃগেটিইমেজেস