• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অবশেষে শোয়েইনিকে ডাকলেন মরিনহো

    অবশেষে শোয়েইনিকে ডাকলেন মরিনহো    

    নতুন কোচ এসেই তাঁকে রীতিমতো রাস্তা মাপতে বলেছিলেন। ‘বিক্রির জন্য’ সাইনবোর্ড গলায় ঝুলিয়ে ছাড়তে বাধ্য হয়েছিলেন মূল দলের ড্রেসিং রুম। এই ‘বুড়ো’ বয়সে এসে দিনের পর দিন অনুশীলন করে গেছেন যুব দলের সাথে। তবে এতোকিছুর পরও হাল ছাড়েননি বাস্তিয়ান শোয়েনস্টাইগার। কোচ হোসে মরিনহোর আস্থা ফিরে পেয়েই হোক কিংবা ইউনাইটেডের ‘ত্রাহি মধুসূদন’ অবস্থার জন্যই হোক- এই জার্মান মিডফিল্ডার জায়গা ফিরে পেয়েছেন মূল দলের ক্যাম্পে। সোমবার তাঁকে রুনিদের সাথে অনুশীলন করতে দেখা গেছে।

     

     

    ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে যোগ দেয়ার পরই মরিনহো সাফ জানিয়ে দেন, শোয়েইনিকে তিনি তাঁর একাদশের জন্য বিবেচনা করছেন না। এমনকি ৩২ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই তারকাকে মূল দলের ক্যাম্প ছেড়ে অনুর্ধ্ব-২৩ দলের সাথে অনুশীলনে পাঠান। এ নিয়ে সে সময় শোয়েইনির ভাইসহ অনেকেই মরিনহোর সমালোচনায় মুখর হন। কিন্তু এসব সমালোচনা আমলে নেন নি ‘স্পেশাল ওয়ান’।

     

    তবে শেষ পর্যন্ত জার্মান মিডফিল্ডারকে বিবেচনায় নিতেই হল মরিনহোকে। হয়তো চলতি মৌসুমে তাঁর দলের শোচনীয় পারফরম্যান্সই মরিনহোকে বাধ্য করেছে শোয়েইনির ব্যাপারে নতুন করে ভাবতে। দীর্ঘদিন পর মূল দলের সাথে অনুশীলনে এই জার্মানকে দেখা যাওয়াটা অন্তত তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে।

     

    অনুশীলনের সময় ইউনাইটেড ক্যাপ্টেন ওয়েইন রুনিকে দেখা যায় শোয়েনস্টাইগারকে জড়িয়ে ধরে স্বাগত জানাচ্ছেন। রুনির হাস্যোজ্জ্বল মুখ বলছে, প্রিয় এই সতীর্থকে মিসই করছিলেন তিনি। মরিনহোকেও দেখা যায় শোয়েনস্টাইগারের উপর আলাদা করে চোখ রাখতে।

     

    অবশ্য অনুশীলনে যোগ দেয়ার মানেই এই না যে, শোয়েনস্টাইগারকে এখনই মাঠের খেলায় ফেরাবেন মরিনহো। সেটা কবে নাগাদ হচ্ছে বা আদৌ হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে গত মৌসুমে লুই ভ্যান গালের পছন্দের পাত্র ছিলেন শোয়েইনি। ইনজুরির কারণে যদিও ১৩ ম্যাচের বেশী খেলতে পারেন নি। এ যাত্রায় আবার সুযোগ পেলে নিজেকে প্রমাণের প্রাণান্ত চেষ্টাই যে করবেন- সে কথা বলে রেখেছেন আরও আগেই।