• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    আইরিশরা কি ভাঙ্গতে পারবে ছক?

    আইরিশরা কি ভাঙ্গতে পারবে ছক?    

    চার-চারটি ম্যাচ শেষ হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার রেশ সেভাবে দেখা গেল কই? তিনটি বড় দ্বৈরথ তো শেষ হল প্রতিদ্বন্দ্বিতার নামমাত্র আঁচ ছাড়াই। দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচটায় আজ জিম্বাবুয়েই যা একটু অনিশ্চয়তা ছড়াতে পেরেছে। এরকমই একটি অসম লড়াইয়ে নিউজিল্যান্ডের নেলসনে কাল বাংলাদেশ সময় ভোর চারটায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

     

    সত্যিই কি অসম? খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা জাগতে পারে আপনার মনে। তাত্ত্বিক বিচার সামনে নিয়ে এলে হ্যাঁ-বোধকই হবে উত্তরটা। তবে ক্রিকেট যে সবসময় কাগজ-কলম আর পরিসংখ্যান মেনে চলে না, সে তো সবারই জানা। আর ক্যারিবিয়ানদের সাম্প্রতিক সময়ে যে অবস্থা, তাতে করে অঘটন একটা ঘটে গেলে খুব অবাক হওয়ার মত কিন্তু কিছু হবে না। দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে সিরিজ হেরে বিশ্বকাপ আঙ্গিনায় প্রবেশ, প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বিশাল পরাজয়, স্কটল্যান্ডের সাথে জয়টাও খুব অনায়াস ছিল না- সব মিলিয়ে বেশ চাপেই থাকবে জেসন টেলরের দল।

     

     

    আইরিশদের সাম্প্রতিক অবস্থাটা ভালো-খারাপ মিলিয়ে। প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১৭৯ রানের বিশাল পরাজয়ের পর পরেরটাতে হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। এ জয়টার মাধ্যমে মানসিকভাবে বেশ অনুপ্রাণিত থাকার কথা তাদের। অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড বলেছেন তাঁদের কোচ ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিয়ান হওয়ায় কালকের ম্যাচটায় সামান্য হলেও সুবিধা পাবে তাঁরা। এখন পর্যন্ত যে ছক কেটে এগুচ্ছে এবারের আসর, তা ভেঙ্গে দেওয়ার জন্য সেই সুবিধা কতটুকু কাজে লাগবে, জানতে হলে ম্যাচটার দিকে চোখ রাখতে হবে আপনাকে। ছবি-সূত্রঃগেটিইমেজেস