• " />

     

    "মাথা নয়, সাপের বিষই যথেষ্ট"

    "মাথা নয়, সাপের বিষই যথেষ্ট"    

    কথার লড়াইটা অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। স্লেজিং নিয়ে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের মন্তব্য চমকে দিয়েছিল সবাইকে। টেস্ট সিরিজের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কথার ঝাঁজ। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন বলেছিলেন, সাপের মাথা কেটে ফেললেই সেই সাপ আর দাঁড়াতে পারবে না! এবার অজি ওপেনার ডেভিড ওয়ার্নার মুখ খুলেছেন। স্টেইনের এই মন্তব্যের জবাবে তিনি বলেন, শুধু সাপের মাথা নিয়ে ভাবলে সেই বিষেই ঘায়েল হতে হবে।

     

    একটু খেয়াল করলেই বুঝতে পারবেন স্টেইন এই মন্তব্য করছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে উদ্দেশ্য করেই। অজিদের ‘সাপ’ এবং স্মিথকে তাঁদের ‘মাথা’ বলেছেন এই আফ্রিকান বোলার। আর এতেই চটেছেন সহ অধিনায়ক ওয়ার্নার। শুধুমাত্র একজনকে নিয়ে ভাবলে বিশাল ভুল করবেন স্টেইন, “দলে ১১ জন খেলোয়াড় থাকে। যদি ডেল এরকমটাই ভাবে তাহলে আমিও তাঁকে ভাবতে দেবো। সে যদি ভাবে সাপের মাথা কেটে ফেললেই সব শেষ, তাহলে সে ভুল ভাবছে। এটা কখনোই হবে না!”

     

    স্টেইনের এরকম কথার সাথে আগেও পরিচিত অজিরা। তাই তাঁর এসব কথাকে গায়ে মাখছেন না না ওয়ার্নার, “এটা নেহায়েতই ফাস্ট বোলারদের কথা। আমরা এসব নিয়ে ভাবছিনা। মাঠে নেমে নিজেদের খেলাটাই খেলব, ইতিবাচক ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য। আমাদের পরিচিত কন্ডিশনেই খেলছি, জানি মাঠে কী অপেক্ষা করছে।”

     

    কথার লড়াই নিয়ে ব্যস্ত থেকে আসল লড়াইয়ে হেরে যাবেন স্টেইন, এমনটাই আশা ওয়ার্নারের, “ আশা করি এসব করে তাঁরা খেই হারিয়ে শর্ট বল করা শুরু করবে। দিনশেষে উইকেটে বল করে আউট করাটাই আসল ব্যাপার।”

     

    দক্ষিণ আফ্রিকার যদি স্টেইন থাকে, অজিদের আছে মিচেল স্টার্ক। ওয়াকার পিচে গতির ঝড় তুলতে প্রস্তুত এই ফাস্ট বোলার। ওয়ার্নারের ধারণা স্টেইনের চেয়েও কার্যকরী হবেন স্টার্ক, “এটার সম্ভাবনা খুবই বেশি। গত সপ্তাহের শেফিল্ড শিল্ডের ম্যাচে সে দারুণ বল করেছে। ইনজুরি কাটিয়ে দলে ফেরার জন্য প্রস্তুত সে। গত বছরে এই মাঠে তাঁর গতি ভয়ানক ছিল। এবার যদি পিচে ভালো গতি থাকে তাহলে আরও ভয়ানক হয়ে উঠবে সে।”

     

    দলের সহ অধিনায়ক তিনি। স্মিথকে সাহায্য করাই তাঁর আসল লক্ষ্য, “আমার কাজটাই হচ্ছে স্মিথের কাজকে সহজ করা। দলের ছোট ছোট সিদ্ধান্তগুলো নিয়ে স্মিথের চাপটা কমাতে চাই।”

     

    আগামী পরশু পার্থে শুরু হচ্ছে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।