এবারও কুমিল্লায় মাশরাফির জাদু?
বিপিএলের বিগত আসরে কুমিল্লার গল্পটি ছিল রূপকথার মতো। সাদামাটা দল গড়ে প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে নেমেছিল গোমতী তীরের দলটি। দলে ছিল দেশীয় খেলোয়াড়দেরই প্রাধান্য। বিদেশি তারকায় ঠাসা অন্যান্য দলগুলোর সামনে অতটা গুরুত্ব পায়নি কুমিল্লা। কিন্তু শেষ পর্যন্ত তারাই করেছিল বাজিমাত। বিপিএলের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয় দলটি। কুমিল্লার প্রাণভোমরা হয়ে ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবারও দলের শিরোপা ধরে রাখার অভিযানে নেতৃত্ব দেবেন বাংলাদেশ অধিনায়ক।
স্পটলাইট
গতবারের বিপিএলে ক্যারিয়ারের পুনর্জন্ম ঘটেছিল ইমরুল কায়েসের। ওয়ানডের ‘অচল’ ইমরুল কতটা কী করবেন টি-টোয়েন্টিতে, তা নিয়ে ছিল বিস্তর সংশয়। কিন্তু সমালোচকদের জবাবটা দুর্দান্তভাবেই দিয়েছিলেন ইমরুল। ১২ ম্যাচে ৩১২ রান করে কুমার সাঙ্গাকারার পর হয়েছিলেন বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কুমিল্লার জয়েও গড়ে দিয়েছিলেন ভিত্তি। সেই শুরু। এরপর থেকেই দেখে-শুনে খেলা ইমরুল কায়েস মারকাটারি ব্যাটিং করে যাচ্ছেন। ব্যাট হাতে এখন আছেন দুর্দান্ত ফর্মে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও পেয়েছিলেন অনবদ্য সেঞ্চুরি। এবারও ভালো সূচনার জন্য কুমিল্লা অনেকটাই নির্ভর করে থাকবে তাঁর ওপর।
ব্যাটে-বলে ভরসা
গত বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে নিজের জাত চিনিয়েছিলেন স্বল্পপরিচিত পাকিস্তানি ক্রিকেটার আসহার জাইদি। ব্যাট হাতে ১১ ম্যাচে ২১৫ রান করার পাশাপাশি নিয়েছিলেন ১৭টি উইকেটও। এবারও কুমিল্লা দলে আছেন ইংল্যান্ডের কাউন্টিতে খেলা এই অলরাউন্ডার। তাঁর ওপর অনেকটাই নির্ভরতা থাকবে কুমিল্লা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।
তুরুপের তাস
এবারও অলরাউন্ডাররাই কুমিল্লার নির্ভরতা হয়ে থাকবে। আসহার জাইদি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার, পাকিস্তানের ইমাদ ওয়াসিম, আল-আমিন জুনিয়র ও মাশরাফিদের দিকেই তাকিয়ে থাকবে কুমিল্লা।
ছুটে যাওয়া তারা
গতবারের বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেট নিয়েছিলেন কুমিল্লার বাঁহাতি পেসার আবু হায়দার রনি। কিন্তু এবার তিনি দলে নেই। খেলবেন গতবারের রানার্সআপ বরিশালের হয়ে। তাঁকে দলে না রাখাটা বিপিএলের নিলামে একটা চমক হয়েই এসেছিল। কিন্তু মাশরাফি বিন মুর্তজা, নুয়ান কুলাসেকারা, সোহেল তানভির, তরুণ আফগান স্পিনার রশিদ খানদের নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সদের বোলিং যথেষ্ঠ সমীহ জাগানিয়া।
ব্যাটিংয়ে বর্ণিল
ব্যাটিংয়ে ইমরুলের পাশাপাশি কুমিল্লার ভরসা থাকবে ওপেনার লিটন দাসের ওপর। টপ অর্ডারে আছেন আহমেদ শেহজাদ, খালিদ লতিফ ও শাহজেব হাসানের মতো ব্যাটসম্যান। এছাড়াও আছেন রোভম্যান পাওয়েল ও নাজমুল হাসান শান্ত। সব মিলিয়ে শিরোপা ধরে রাখার মিশনে দারুণ ব্যাটিং লাইন আপ নিয়েই নামবে মাশরাফির দল।
কোচ
গতবারের শিরোপা জয়ী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবার হাল ধরেছেন চিটাগং ভাইকিংসের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে এবার আছেন মিজানুর রহমান বাবুল, যিনি বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। বিপিএলের কোনো দলের প্রধান কোচ হিসেবে এটাই বাবুলের প্রথম দায়িত্ব।