তৃতীয় শিরোপায় চোখ ঢাকার
বিপিএলের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ছিল ঢাকা। কিন্তু ‘ঢাকা ডায়নামাইটস’ নামে গত আসরে খুব একটা ভালো করতে পারেনি রাজধানীর দলটি। হয়েছিল চতুর্থ। কিন্তু এবার পুরনো সে দল বদলে শক্তিশালী হয়েই মাঠেই নামবে সাকিব আল হাসানের দল। দেশি-বিদেশি তারকা ও তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার দারুণ এক সমন্বয়ই ঘটেছে এবারের ঢাকা দলে।
স্পটলাইট
সাকিব আল হাসান যখন যে দলে খেলেন সেখানেই থাকেন আগ্রহের কেন্দ্রে। এখানেও তার ব্যতিক্রম হবে না। গত বিপিএলে রংপুর রাইডার্সের নেতৃত্ব দিয়ে দলটিকে তৃতীয় করেছিলেন সাকিব। ‘ডায়নামাইটস’ নামে প্রথমবারের মতো শিরোপা জিততে ঢাকা অনেকটাই নির্ভর করবে বিশ্বসেরা অলরাউন্ডারের ওপর। বিপিএলের প্রথম দুই আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া সাকিব এবার নিশ্চয়ই চেষ্টা করবেন গত আসরের হারানো মুকুট পুনরুদ্ধার করতে।
ডার্ক হর্স
ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫৩ রানে ৪ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন লেগ স্পিনার তানভীর হায়দার। জুবায়ের ইসলাম লিখন পর্দার আড়ালে চলে যাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটে যখন একজন লেগ স্পিনারের জন্য হাহাকার, সেখানে নিজেকে প্রমাণের খুব ভালো সুযোগ পাচ্ছেন ২৪ বছর বয়সী তানভীর। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৭ ম্যাচে ৮৪ উইকেট নেয়া এই তরুণের মূল পরিচয় অবশ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেই। ব্যাটে-বলে দলকে অনেক কিছুই দেয়ার থাকবে রংপুরের এই তরুণের।
ঘরের ছেলেরা
নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, সোহরাওয়ার্দী শুভর মতো জাতীয় দলের নিয়মিত ও সাবেক অনেক ক্রিকেটারই আছেন ঢাকা দলে। গতবার ঢাকা ডায়নামাইটসের হয়েই ১১ ম্যাচে ১৯৩ রান করেছিলেন নাসির। ৭ ম্যাচে ১১৬ রান করেছিলেন মোসাদ্দেক। নিউজিল্যান্ড সফরের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার ভালো সুযোগই পাচ্ছেন তাঁরা।
তুরুপের তাস
গতবারের বিপিএলে বরিশাল বুলসের হয়ে এই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেই ৬৫ বলে ১০১ রানের বিস্ফোরক একটা ইনিংস খেলেছিলেন এভিন লুইস। এবার দল বদলে ঢাকার হয়ে খেলবেন এই ক্যারিবীয় ওপেনার। দলকে উড়ন্ত সূচনা এনে দেয়ার জন্য অনেকটাই প্রত্যাশা থাকবে ২৪ বছর বয়সী লুইসের ওপর।
ভিনদেশি তারা
বিদেশি খেলোয়াড়রাই ঢাকার মূল শক্তি। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো ও রবি বোপারার মতো অভিজ্ঞ খেলোয়াড়রা ঢাকার শক্তির ভিত বাড়িয়ে দিয়েছেন বহুগুণ। এঁদের সঙ্গে যোগ করুন আন্দ্রে রাসেল, ওয়েইন পারনেল, সেকুগে প্রসন্নদের। তৃতীয় শিরোপা জয়ের জন্য আঁটঘাট বেঁধেই নেমেছে রাজধানীর দলটি।
কোচ
ঢাকা ডায়নামাইটসের কোচ হিসেবে আছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ। ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সাফল্য আছে সাবেক বাংলাদেশ অধিনায়কের। এ বছরই ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে শিরোপা জিতিয়েছিলেন তিনি।