চট্টগ্রামকে পথ দেখাতে পারবেন তামিম?
চট্টগ্রাম ভাইকিংসের অধিনায়ক ঘরের ছেলে তামিম ইকবাল। ম্যানেজার হিসেবে আছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক আকরাম খান। পিতৃব্য-ভাইপোর এই যুগলবন্দী বন্দরনগরীর দলটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। কিন্তু শুধু বাংলাদেশ ক্রিকেটের বিখ্যাত পরিবারটির ওপর নয়, এবারের বিপিএলে শিরোপা জয়ের জন্য চট্টগ্রাম নির্ভর করবে দেশ-বিদেশের সুপরিচিত তারকাদের ওপরও। ক্রিস গেইল, ডোয়েইন স্মিথ, শোয়েব মালিক, গ্রান্ট এলিয়ট, তাসকিন আহমেদ, আবদুর রাজ্জাক ও জীবন মেন্ডিসদের নিয়ে গড়া দলটি যে গত বিপিএলের দুঃস্বপ্ন ভুলতে বদ্ধ পরিকর তা নিয়ে সন্দেহ নেই।
স্পটলাইট
ব্যাট হাতে তামিম ইকবাল আছেন দুর্দান্ত ফর্মে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৫৭.৭৫ গড়ে ২৩১ রান করেছেন বাংলাদেশ ওপেনার। এই ফর্মটা বিপিএলে থাকলেই বর্তে যাবে ভাইকিংস। গতবারের বিপিএলে দল ষষ্ঠ হলেও যথারীতি উজ্জ্বল ছিলেন তামিম। ১৩ ম্যাচে ২৭৯ রান করে হয়েছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। শিরোপা জয়ের জন্য অধিনায়ক তামিমের চওড়া ব্যাটের ওপর অনেকটাই নির্ভর করবে বন্দরনগরীর দলটি।
তুরুপের তাস
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৩০ উইকেট নিয়ে চমকে দিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার চতুরঙ্গ ডি সিলভা। চট্টগ্রাম ভাইকিংসের শিরোপা জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই বাঁহাতি স্পিনার। পাশাপাশি ব্যাট হাতেও লোয়ার অর্ডারের তুলতে পারেন ঝড়। সব মিলিয়ে চট্টগ্রাম ভাইকিংসের তুরুপের তাস এই ২৬ বছর বয়সী শ্রীলঙ্কানই।
ঘরের ছেলেরা
শক্তিশালী বোলিং লাইন আপ নিয়েই বিপিএল খেলতে নামবে চট্টগ্রাম। দলে আছেন আবদুর রাজ্জাক, তাসকিন আহমেদ, জুবায়ের হোসেন, শুভাশিস রায় ও সাকলাইন সজীবের মতো বোলাররা। ১৬ ম্যাচে ২৬ উইকেট নিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন সজীব। ব্যাটিংয়ে আছেন জহুরুল ইসলাম, আনামুল হক বিজয়, ও অনুর্ধ্ব-১৯ দলের উইকেটকিপার জাকির হাসানের মতো উদীয়মান ব্যাটসম্যান।
ভিনদেশি তারা
বিদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথমেই নজর কাড়বে ক্রিস গেইলের নাম। গতবারের বিপিএলে বরিশালের হয়ে খেলেছিলেন গেইল। চট্টগ্রামের বিপক্ষেই খেলেছিলেন ৪৭ বলে ৯২ রানের বিফোরক ইনিংস। তামিম ইকবাল ও গেইলের যুগলবন্দী প্রতিপক্ষ বোলারদের তো বটেই, বাড়িয়ে দিতে পারে দর্শকদের রক্তচাপও। গেইলকে অবশ্য শুরুতেই পাচ্ছে না চট্টগ্রাম। দলে আছেন গত বিশ্বকাপের সেমিফাইনালে ডেল স্টেইনকে ছক্কা মেরে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলা গ্রান্ট এলিয়টও। এছাড়াও আছেন শোয়েব মালিক, মোহাম্মদ নবী ও টাইমাল মিলসরা।
কোচ
গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ে নেপথ্য অবদান ছিল কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। এবার তিনি গাঁটছাড়া বেঁধেছেন চট্টগ্রাম ভাইকিংসের সঙ্গে। কোচ হিসেবে পর পর দুটি বিপিএল শিরোপা জিততে তিনি পারবেন কী না তা জানার জন্য চোখ রাখতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে।