• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ক্ষমা চাইলেন ইয়াইয়া তোরে

    ক্ষমা চাইলেন ইয়াইয়া তোরে    

    পেপ গার্দিওলা আসার পর থেকেই ম্যানচেস্টার সিটির প্রথম একাদশে ব্রাত্য হয়ে আছেন ইয়াইয়া তোরে। এজেন্ট দিমিত্রি সেলুকের সাথে সিটি কোচ পেপ গার্দিওলার মনোমালিন্যই এটার একমাত্র কারণ। কোচ-এজেন্টের এই স্নায়ুযুদ্ধের জন্য নিজের ক্যারিয়ারটাই শঙ্কার মাঝে পড়েছে। এবার তাই নিজেই সিটির কাছে ক্ষমা চাইলেন তোরে।

     

    দ্বন্দ্বের শুরু এই মৌসুমের শুরু থেকেই। গার্দিওলার চ্যাম্পিয়নস লিগের জন্য দল ঘোষিত দলে যখন তোরের জায়গা হলো না, তখন ভীষণ চটেছিলেন তোরের এজেন্ট সেলুক। গার্দিওলার এই সিদ্ধান্ত তোরের জন্য অপমানজনকও বলেছিলেন। জবাবে গার্দিওলা বলেছিলেন, সেলুক ক্ষমা না চাওয়া পর্যন্ত তোরেকে দলে নেয়া হবে না। সেলুকও ক্ষমা চাননি, তোরেরও দলে ফেরা হয়নি।

     

    তবে শেষ পর্যন্ত সমস্যা সমাধানে এগিয়ে এলেন তোরে নিজেই, “সব ভুল বোঝাবুঝির জন্য আমি ক্ষমা চাইছি, নিজের এবং আমার সাথে যারা কাজ করে তাঁদের পক্ষ থেকে। আমি সিটির ভবিষ্যৎ সাফল্যে অবদান রাখতে চাই।”

    প্রশ্ন উঠেছিল, তোরে কি আসলেই সিটিকে আগের মতো সম্মান করেন? এসব গুজব উড়িয়ে দিয়েছেন এই আইভরি কোস্ট মিডফিল্ডার, “ওসব বক্তব্য আমার মতামত প্রকাশ করেনা। আমি সিটিকে সম্মান করি, সবসময় এটার সাফল্য চাই। এই ক্লাবের ইতিহাসের সাথে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।”

    ভক্তদেও ধন্যবাদ জানান তোরে, “কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমার এবং আমার পরিবারের কাছে এটার মূল্য অনেক।”