• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "ক্লাব বড় হলেই দল বড় হয় না"

    "ক্লাব বড় হলেই দল বড় হয় না"    

    লন্ডনের এই দুই ক্লাবের মাঝে ‘শত্রুতা’ বহু যুগ পুরনো। দুই দলের লড়াইটা বরাবরই ফুটবলপ্রেমিদের জন্য দারুণ উপভোগ্য। উত্তর লন্ডন ‘ডার্বি’তে আজ রাতে এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্সেনাল ও টটেনহাম। ম্যাচের আগেই উত্তাপের আগুনে ঘি ঢেলে দিয়েছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। টটেনহাম কখনোই আর্সেনালের চেয়ে বড় ক্লাব হতে পারবে না বলেই জানিয়েছেন তিনি।

     

    আগামী ২০১৮ সালে টটেনহামের স্টেডিয়াম হোয়াইট হার্ট লেন নতুনভাবে সাজবে। দর্শক ধারণক্ষমতা হবে প্রায় ৬১ হাজার, আর্সেনালের মাঠের চেয়ে অনেক বেশি। কিন্তু স্টেডিয়াম বড় হলেই ক্লাব বড় হয়ে যাবে না বলেই মনে করেন ওয়েঙ্গার, “আমার মনে হয় না টটেনহাম কখনোই আর্সেনালের চেয়ে বড় ক্লাব হতে পারবে। আমি শুধু আর্সেনালকে নিয়েই ভাবছি, কিভাবে আমাদের আরও বড় এবং শক্তিশালী করা যায়।”

     

    লন্ডনে কে বেশি জনপ্রিয়? এই প্রশ্নেও প্রতিপক্ষকে একটু খোঁচাই মেরেছেন ওয়েঙ্গার, “আমাদের ভক্তদেরই তো গলার জোর বেশি মনে হয়! যতক্ষণ আমরা মাঠে ভালো পারফর্ম করবো ততক্ষণ আমরাই এগিয়ে থাকব।”

     

    আগের ১৯১ দেখায় ৬১ বার জিতেছে মরেসিও পচেত্তিনোর দল, হার ৮০ ম্যাচে। ওয়েঙ্গারের অধীনে কখনোই টটেনহামের চেয়ে নীচে থেকে মৌসুম শেষ করেনি গানার্সরা। তবে এই অবস্থাকে ধরে রাখতে হলে পরিশ্রমের বিকল্প নেই বলেই জানান তিনি, “কোন অবস্থাই চিরস্থায়ী নয়। দিনশেষে আপনি মাঠে যেমন পারফর্ম করবে ওটাই সব। ওই হিসাবেই নির্ধারিত হবে ক্লাব কেমন।”

     

    ২৩ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে আর্সেনাল। ২০ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে টটেনহাম। আজ জিতলেই তালিকার শীর্ষে চলে যাবে ওয়েঙ্গারের দল।