অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিলেন আফ্রিদি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে শহীদ আফ্রিদি ছিলেন সিলেট সুপার স্টারসের অধিনায়ক। সেটা ছিল ঘটনাক্রমে পাওয়া। প্রথম ছয় ম্যাচে সিলেট পরাজিত হওয়ার পর মুশফিকুর রহিমের কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে দেয়া হয় শহীদ আফ্রিদিকে। এবার আফ্রিদি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। শুরু থেকে বলা হচ্ছিল তিনিই হবেন রংপুরের অধিনায়ক। কিন্তু এক টুইটে সাবেক পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন তিনি অধিনায়কত্ব করছেন না। শোনা যাচ্ছে তাঁর পরিবর্তে রংপুরের অধিনায়ক হচ্ছেন নাঈম ইসলাম।
গত বিপিএলটা শহীদ আফ্রিদির দল সিলেট সুপার স্টারসের কেটেছিল দুঃস্বপ্নের মতো। প্রথম পাঁচটি ম্যাচেই দেখতে হয়েছিল পরাজয়ের মুখ। এরপরেই মুশফিকুর রহিমকে সরিয়ে অধিনায়কত্ব দেয়া হয় আফ্রিদিকে। প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়ে সিলেটকে জয় এনে দিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১০ ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে তলানির দিক থেকে দ্বিতীয় হয়েছিল এবারের বিপিএলে না থাকা দলটি। আফ্রিদির বিপিএল অভিযানও তাই শেষ হয় সেখানেই।
এবারের আসরে রংপুর রাইডার্স শুরু থেকেই বলে আসছিল শহীদ আফ্রিদিই হচ্ছেন অধিনায়ক। কিন্তু বৃষ্টির কারণে বিপিএলের সূচী পুনঃ নির্ধারণ করার পর জানা গেল আফ্রিদি অধিনায়কত্ব করছেন না। সাবেক পাকিস্তান অধিনায়ক টুইটারে লিখেছেন, “রাইডার্স আমাকে অধিনায়কত্বের প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবের জন্য তাদের ধন্যবাদ। কিন্তু আমি একজন খেলোয়াড় হিসেবেই উপভোগ করতে চাই। তাই না বলেছি।”
আফ্রিদির পরিবর্তে রংপুর রাইডার্সের অধিনায়কত্ব করার কথা অলরাউন্ডার নাঈম ইসলামের।