• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অস্ট্রেলিয়া বোর্ডকে ধুয়ে দিলেন ওয়ার্ন-ক্লার্ক

    অস্ট্রেলিয়া বোর্ডকে ধুয়ে দিলেন ওয়ার্ন-ক্লার্ক    

    তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ চলমান। শেষ দিন জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ৩৭০ রান। হাতে আছে ছয় উইকেট। এমন সময় কী না দল অপরিবর্তিত রেখে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ড কর্তাদের কাণ্ডজ্ঞান দেখে ভীষণ চটেছেন লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন ও সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। এভাবে আগেভাগে দল ঘোষণাকে ‘উদ্ভট’ বলেছেন ওয়ার্ন।

    কাল জানা যাবে পার্থ টেস্টের ফলাফল। তবে ১৬৯ রানে চার উইকেট হারানো অস্ট্রেলিয়ার জন্য আরো ৩৭০ রান করাটা খুব কঠিনই হবে। আগামী ১২ নভেম্বর হোবার্টে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। পশ্চিম অস্ট্রেলিয়ার শহর পার্থ থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরের দ্বীপরাজ্য তাসমানিয়ার রাজধানী হোবার্টের কন্ডিশনেও রয়েছে অনেক পার্থক্য। অথচ ক্রিকেট অস্ট্রেলিয়া একটা ম্যাচের মাঝপথে ঘোষণা করে দিল পরের টেস্টের দল। তাও আবার প্রথম টেস্টের দল অপরিবর্তিত রেখে। ব্যাপারটা পছন্দ করতে পারছেন না শেন ওয়ার্ন, “ক্রিকেট একটা পারফরম্যান্স ভিত্তিক খেলা। আপনাকে পারফর্ম করতে হবে। একটা সময় পর্যন্ত আপনি যদি পারফর্ম না করেন তাহলে অন্য খেলোয়াড়দের নিয়ে ভাবতে হবে।”

    আগেভাগে দল ঘোষণা দলের মনোযোগে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে ওয়ার্ন বলেছেন, “খেলোয়াড়দের এই ম্যাচে মনোযোগ দিতে দেন। চিন্তা ভাবনা পরে করা যাবে। (দল ঘোষণার) সময়টা উদ্ভট।”  

    সতীর্থের বক্তব্যের পুনরাবৃত্তি করে মাইকেল ক্লার্ক বলেছেন খেলোয়াড়দের চলমান ম্যাচেই মনোযোগ রাখার সুযোগ দেয়া উচিৎ।