স্মলিং-শর মানসিকতা নিয়ে প্রশ্ন মরিনহোর
ইব্রাহিমোভিচের জোড়া গোলে সোয়ানসি সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমালোচকদের মুখ ক্ষণিকের জন্য বন্ধ করতে পেরে কিছুটা ফুরফুরে মেজাজেই থাকার কথা ইউনাইটেড কোচ হোসে মরিনহোর। কিন্তু এই জয়ের পরেও দলের কয়েকজন সদস্যকে নিয়ে অসন্তুষ্ট তিনি।
ম্যাচের কিছু সময় আগে ইনজুরির দোহাই দিয়ে দল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন দুই ডিফেন্ডার ক্রিস স্মলিং এবং লুক শ। হঠাৎ করেই আসা এই সিদ্ধান্তে শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিলেন মরিনহো। বেঞ্চে একমাত্র ফিট ডিফেন্ডার ছিলেন ড্যালে ব্লিন্ড। শেষ পর্যন্ত অ্যাশলি ইয়ং, ফিল জোন্স, মার্কোস রোহো এবং মাত্তেও ডারমিয়ানকে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব দেওয়া হয়।
নাম প্রত্যাহার করা ডিফেন্ডার জুটির এরকম সিদ্ধান্তে একেবারেই খুশি নন মরিনহো, “আমার একজন টেনিস খেলোয়াড় বন্ধু আছে। সে ব্যথা ছাড়া খেলার চেয়ে ব্যথা নিয়ে খেলা ম্যাচগুলোর কথাই বেশি মনে রেখেছে। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনাকে নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে এটা ম্যানচেস্টার ইউনাইটেড।”
দলের স্বার্থে অনেক সময় খেলোয়াড়দের আত্মত্যাগ করা উচিত বলে মনে করেন ইউনাইটেড কোচ, “আমাদের কিছু ফুটবলারের সমস্যা আছে। আমার অন্য খেলার সাথে যুক্ত বন্ধু আছে। তাঁরা সর্বোচ্চ পর্যায়ে খেলে। তাঁরা শতভাগ ফিট না থাকলেও খেলতে নামে।”